Connect with us

বিবিধ

মধ্যরাতে মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে ‘মাথুরা’

Published

on

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মারুথা’য় পরিণত হয়ে আজ রবিবার সন্ধ্যা ৬টায় পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় (১৭.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে) অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাতে স্যান্ডওয়ের নিকট দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *