Connect with us

আন্তর্জাতিক

মহাকাশে নিয়ন্ত্রণ হারিয়েছে রুশ নভোযান

Published

on

Progress-M-27M-spacecraftআন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে রওয়ানা হওয়া একটি রুশ মালবাহী মহাশূন্য যান নিয়ন্ত্রণ হারিয়ে পুনরায় পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করে রুশ মহাকাশ সংস্থার একটি সূত্র। প্রগ্রেস এম-২৭ এম নামের মহাকাশ যানটিকে বহন করছিলো একটি সয়্যুজ রকেট। আইএসএস এ কর্মরত মহাকাশচারীদের জন্য রসদ ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে মঙ্গলবার রওনা হয়েছিলো এটি। মহাকাশযানটির আগামী বৃহস্পতিবার আইএসএস এ যোগ দেয়ার কথা ছিলো। তবে এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ মহাকাশ সংস্থার মুখপাত্র মিখাইল ফেদায়েভ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে রুশ নভোযানটিতে করে তারা তাদের নভোচারীদের জন্য প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি পাঠিয়েছে। ওই যানটিতে ১১০ পাউন্ড অক্সিজেন, ৯২৬ পাউন্ড পানি এবং ৩ হাজার ১২৮ পাউন্ড যন্ত্রপাতি ছিলো বলে জানা গেছে।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *