Connect with us

বিবিধ

মাত্র ৩০ মিনিটে নরম ছোলা পাবার কৌশল!

Published

on

রকমারি ডেস্ক:
ইফতারের টেবিলে একটা অত্যন্ত জরুরি আইটেম হচ্ছে ছোলা বা বুট ভুনা। তবে একদম নরম ছোলা ভুনা খেতে চাইলে ছোলাটা ভিজিয়ে রাখতে হয় আগের রাতেই, কমপক্ষে সেহেরির সময় বা সকাল বেলা। ৬/৭ ঘণ্টা না ভিজিয়ে রাখলে ছোলা ফোলে না, ফলে নরমও হয় না সিদ্ধ করার পর। ভিজিয়ে রাখা ছাড়াই নরম ও সুস্বাদু ছোলা ভুনা খেতে চান? বেশি না, সময় লাগবে মাত্র ৩০ মিনিট। কি, বিশ্বাস হলো না তো? চলুন তবে জেনে নিই একটি জাদুকরী উপায়।

যা লাগবে
ছোলা ২৫০ গ্রাম
ফুটন্ত গরম পানি দের থেকে ২ লিটার
প্রেসার কুকার

যা করবেন
-ছোলা ভালো করে ধুয়ে একটি বড় পাত্রে নিন।
-তারপর ফুটন্ত গরম পানি ছোলার মাঝে দিয়ে দিন। পাত্র ঢাকনা দিয়ে রাখুন। এভাবে রেখে দিন ১৫ থেকে ২০ মিনিট।
-এবার প্রেসার কুকারে ছোলাগুলো পানিসহ দিয়ে দিন। এমনভাবে পানি দেবেন যেন ছোলা ভালো মত ডুবে থাকে পানিতে।
-প্রেসার কুকার চুলায় বসিয়ে দিন বেশি আঁচে। সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করুন।
-৩ থেকে ৫ টি সিটি বাজলেই চুলা নিভিয়ে দিন। চুলা থেকে কুকার সরাবেন না, সেভাবেই রেখে দিন।
-প্রেসার কুকার থেকে সমস্ত বা®প নিজে নিজে বের হয়ে যেতে দিন। তারপর খুলে দেখুন, আপনার ছোলা সিদ্ধ তৈরি। এবার এই ছোলাকে পছন্দমত রান্না করে নিন।
জরুরি টিপস:
-অনেক ছোলা প্রেসার কুকারেও ফুলতে বা সিদ্ধ হতে সময় লাগে। যদি দেখেন যে ছোলা ফোলেনি বা সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে প্রেসার কুকারের ঢাকনা আটকে আরও কয়েকটি সিটি দিন।
-ছোলা ২০ মিনিটের জায়গায় ১ ঘণ্টা ভিজিয়ে রাখলে সবচাইতে ভালো। তবে ২০ মিনিটেও কাজ চলবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *