Connect with us

আন্তর্জাতিক

‘মায়ানমারের বোমাবর্ষণে চীনে নিহত ৪’

Published

on

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে মায়ানমার বিমান বাহিনীর নিক্ষিপ্ত বোমা বিস্ফোরণে চার চীনা নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার ইউনানের লিনকাঙ শহরের কাছে একটি আখ খেতে বোমাটি বিস্ফোরিত হয় বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। এ ঘটনায় আরো নয় চীনা নাগরিক নিহত হয়েছেন। শনিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার জেরে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে বেইজিং। ফেব্র“য়ারি থেকে চীনা সীমান্ত সংলগ্ন মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলীয় কোকাং এলাকায় বিদ্রোহীদের সঙ্গে লড়াই শুরু করেছে মায়ানমার সরকারি বাহিনী। এরই এক পর্যায়ে মাত্র কয়েকদিন আগে মায়ানমার বাহিনীর নিক্ষিপ্ত গোলা দিকভ্রষ্ট হয়ে চীনা সীমান্তের ভিতরে একটি বাড়িতে গিয়ে আঘাত করে। চীন ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল। কিন্তু ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার চীনা সীমান্তের ভিতরে মায়ানমার বাহিনীর বোমা হামলার ঘটনা ঘটল। তবে চীনা সীমান্তের ভিতরে বোমাবর্ষণ করার বিষয়টি অস্বীকার করেছে মায়ানমার। চীনের সঙ্গে মিয়ানমারের “ভুল বোঝাবুঝি” তৈরি করতে বিদ্রোহীরা সচেতনভাবে এ ধরনের কিছু করে থাকতে পারে বলে দাবি করেছে দেশটি। ফেব্র“য়ারিতে কোকাংয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে মায়ানমার বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে ওই এলাকার প্রায় লাখ খানেক বাসিন্দা সীমান্ত পাড়ি দিয়ে চীনে গিয়ে আশ্রয় নিয়েছেন। এদের অধিকাংশই চীনা নৃগোষ্ঠীর মানুষ। মিয়ানমারের বিমান থেকে বোমাবর্ষণের ঘটনা তদন্ত করার জন্য ও সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মিয়ানমারের রাষ্ট্রদূত থিট লিন ওহনের প্রতি আহ্বান জানিয়েছেন চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন। চীনা বিমান বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সীমান্ত এলাকায় টহল দেয়ার জন্য ও চীনা আকাশ সীমার প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য ওই এলাকায় টহল বিমান পাঠানো হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *