Connect with us

খেলাধুলা

মুক্তিযোদ্ধা ও সমর্থকদের জয় উৎ​সর্গ করলেন অধিনায়ক মাশরাফি

Published

on

Cricket WCup England Bangladeshনিজস্ব প্রতিনিধি: ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যখন এলেন, চোখ তখন ছলছল তাঁর। মাথায় পেঁচানো লাল-সবুজ পতাকা। শুধু মাথায়ই নয়, হৃদয়েও আঁকা তাঁর লাল–সুবজ। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পথে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় জয়টি অধিনায়ক মাশরাফি উৎসর্গ করেছেন একাত্তরের বীর সেনানিদের। সমর্থকদের কথাও ভুলে যাননি তিনি। সময়ে-অসময়ে যাদের সমর্থন ও ভালোবাসায় ক্রিকেট আজ এতদূর এসেছে, তাদেরকেও ধন্যবাদ জানান তিনি।
৪৯তম ওভারের তৃতীয় বলে জেমস অ্যান্ডারসনকে আউট করে জয় নিশ্চিত করে বাংলাদেশ। সঙ্গে সঙ্গে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়েন মাশরাফি। সারা দেশ তখন উচ্ছ্বসিত। মাঠে মুখ চেপে একটু কি কেঁদেছিলেন মাশরাফি ? সেকথা জানা না গেলেও, ম্যাচের পর পরই যখন মাশরাফি ক্যামেরার সামনে এলেন চোখ তখন তাঁর মাথায় বাঁধা পতাকার বৃত্তের মতোই টসটসে লাল। স্বাধীনতার মাস মার্চে পাওয়া ঐতিহাসিক জয় নিয়ে আবেগী মাশরাফি বললেন, ‘অবশ্যই কোয়ার্টার ফাইনালে খেলা আমাদের জন্য অনেক গর্বের। আজকের জয়টি আমি উৎসর্গ করতে চাই আমাদের মহান মুক্তিযোদ্ধাদের। এবং এই জয়টি আমাদের সমর্থকদের জন্যও। সুসময়, দুঃসময় সব সময়ই তাঁরা পাশে থাকেন।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *