Connect with us

খেলাধুলা

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলংকান ঝড়, ৯২ রানে হারলো টাইগাররা

Published

on

Captureস্পোর্টস ডেস্ক:  এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হারের স্বাদ নিল টাইগাররা। টানা সাত ম্যাচের ছয়টিতে জয়ের পর (একটি ম্যাচ পরিত্যক্ত) পরাজয় বরণ করলো মাশরাফি বাহিনী। ৪৭ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৪০ রানে থামে টাইগারদের ইনিংস। ফলে, ৯২ রানের পরাজয় মেনে নিল টাইগাররা। শ্রীলংকানদের বেধে দেওয়া ৩৩৩ রানের টার্গেটে বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়। তবে, ইনিংসের দ্বিতীয় বলে তামিমকে শূন্য রানে বোল্ড করে সাজঘরে ফেরান লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ফিরলেও তিন নম্বরে নামা আরেক বাঁহাতি সৌম্য সরকার টাইগারদের রানের চাকা সচল রাখেন। চতুর্থ ওভারে লাকমলকে পরপর তিনবার সীমানা ছাড়া করেন সৌম্য। তবে, খুব বেশিদূর যেতে পারেননি সৌম্য। ১৫ বলে ২৫ রান করে ম্যাথিউসের বলে উইকেটের পিছনে সাঙ্গাকারার হাতে ধরা পড়েন তিনি। তামিম, সৌম্য ফিরলে ব্যাটিং ক্রিজে আসেন মমিনুল হক। সপ্তম ওভারে তিনিও সাজঘরে ফেরেন। লাকমলের বলে জয়াবর্ধনের তালুবন্দি হন মমিনুল।দ লীয় ৪১ রানের মাথায় টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালান মাহমুদুল্লাহ রিয়াদ এবং বিজয়। তবে, ১৬তম ওভারে গিয়ে রানআউটের শিকার হন ৪৩ বলে এক চার আর এক ছয়ে ২৯ রান করা বিজয়।

বিজয়ের আউটের পর ব্যাটিং ক্রিজে আসেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডারের সঙ্গে মাত্র ১৬ রানের জুটি গড়ে মাহামুদুল্লাহ রিয়াদ দলীয় ১০০ রানের মাথায় থিসারা পেরেরার বলে হেরাথের তালুবন্দি হন। দলীয় শত রানে ৫ উইকেট হারানোর পর টাইগারদের আশার আলো দেখায় সাকিব-মুশফিক জুটি। এ দুই ব্যাটসম্যান ৬৪ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৪৬ রানে (৫৯ বলে চারটি চার আর একটি ছয়) সাকিব আউট হন। বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে দু’শো রানের কোটা পার হওয়ার পর সাজঘরে ফিরলেন ৩৯ বলে ৩৬ রান করা মুশফিকুর রহিম। লাকমলের বলে বোল্ড হন তিনি। সাঙ্গাকারার স্ট্যাম্পিংয়ে ফেরেন মাশরাফি। তবে, ৫৩ রানের একটি ইনিংস খেলেন সাব্বির রহমান।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *