Connect with us

খেলাধুলা

মেসির সাফল্যের নেপথ্যে

Published

on

স্পোর্টস ডেস্ক:
বায়ার্ন মিউনিখের বিপক্ষে অসাধারণ দু’টি গোল করে স্বর“পে হাজির লিওনেল মেসি। বার্সেলোনাকে নিয়ে যান চ্যাম্পিয়নস লিগের
ফাইনালের দোরগোড়ায়। বিশেষ করে, ম্যানুয়েল নয়্যারকে বোকা বানিয়ে যে গোলটি তিনি করেন তা ফুটবল বিশ্বের জন্য অবিস্মরণীয় হয়েই
থাকবে। মেসির এই সাফল্যের নেপথ্যে কাজ করছেন নেইমার ও লুইস সুয়ারেজ- এমনটিই জানান অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো
সিমিওন। এ মৌসুমে বার্সার হয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলে ৫৩টি গোল করেছেন মেসি। লা লিগার সর্বো”চ গোলদাতা হওয়ার
দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর (৪২ গোল) থেকে দুই গোল পিছিয়ে (৪০ গোল) আছেন এ আর্জেন্টাইন তারকা। জনপ্রিয় ফুটবল বিষয়ক
ওয়েবসাইট গোল ডট কম এ কলাম লেখেন সিমিওন। সেখানে তিনি লিখেন, ‘মেসি অসাধারণ ফুটবলার। মাঠে তাকে আটকানোটা মোটেই
সহজসাধ্য নয়। চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে ম্যাচেই সে এর প্রমাণ দেয়।’ আর্জেন্টাইন কোচ আরও উল্লেখ করেন, ‘এই
মৌসুমে মেসি আগের তুলনায় আরো পরিণত হয়েছে। এক্ষেত্রে আক্রমণভাগে তার দুই সঙ্গী নেইমার ও সুয়ারেজের যথেষ্ট অবদান রয়েছে। শুধুমাত্র
মেসিই নয়, এই মৌসুমে বার্সা টিমটাই অসাধারণ খেলছে।’ বার্সা সম্পর্কে তার অভিমত, ‘সুয়ারেজের উপস্থিতি আক্রমণভাগে
যেমন গতি এনেছে, ঠিক তেমনি কাউন্টার অ্যাটাকে নেইমার খুবই ভালো ফিনিশার। এছাড়াও ইভান রাকিটিচের কারণে মিডফিল্ডটাও যথেষ্ট
আক্রমণাÍক। ডিফেন্সের ব্যালান্সের জন্য হাভিয়ের মাশ্চেরানো ভালো ভূমিকা রাখছে। জেরার্ড পিকেও এই মৌসুমে ভালো করছে।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *