Connect with us

আন্তর্জাতিক

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ৩ পুলিশ নিহত

Published

on

Somali policemen look at the wreckage of a car at the scene of an explosion following an attack in Somalia's capital Mogadishu, March 9, 2016. REUTERS/Feisal Omarআন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বুধবার একটি চা দোকানের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে।মোগাদিসু পুলিশ কমিশনার আলী হার্সি ব্যারি বলেন, ‘আজ ভোরে পুলিশ পরিবহন সদরদপ্তরের কাছে এ গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।’ তিনি আরো জানান, সন্দেহভাজন চালক পুলিশ হেফাজতে রয়েছে।
পুলিশ কমিশনার জানান, এ বিস্ফোরণের সময় ওই তিন পুলিশ সদস্য সেখানে চা পান করছিলেন। বিস্ফোরণে গাড়ির চালক মারাত্মকভাবে আহত হয়।তিনি আরো জানান, গাড়িটি বিস্ফোরক ভর্তি ছিল। তিন চাকার এ গাড়ি চালানো তিনজনের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর দু’জন পালিয়ে গেছে।
মোগাদিসুর উত্তরাঞ্চলীয় পরিবহন সদরদপ্তরের কাছের ওই চায়ের দোকান পুলিশের কাছে অনেক জনপ্রিয়। তবে এ বিস্ফোরণের ঘটনায় কোন বেসামরিক লোক হতাহত হয়নি। উল্লেখ্য, এখন পর্যন্ত কোন গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে আল-কায়েদা মদদপুষ্ট শেবাব সোমালিয়ায় মাঝে মধ্যে হামলা চালিয়ে থাকে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *