Connect with us

দেশজুড়ে

রংপুরে ১০ দফা দাবিতে মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মানববন্ধন

Published

on

Rangpur-Photo 14-05-16নিজস্ব প্রতিবেদক, রংপুর: প্যারামেডিকেল বোর্ড বাতিল করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, বেতন স্কেল ১০ম গ্রেড নির্ধারণ, কর্মসংস্থান বৃদ্ধি, বিএসসি এবং এমএসসি বোর্ড গঠনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। শনিবার বেলা সাড়ে এগারোটায় রংপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি স্টুডেন্টরা দীর্ঘদিন ধরে অবহেলিত। দশ দফা দাবি আদায়ে বিভিন্ন সময়ে আন্দোলন করে আসলেও সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। অবিলম্বে তাদের দাবি মেনে নেয়া না হলে আমরণ অনশন কর্মসূচিসহ রাজপথে থাকার হুশিয়ারী দেন তারা।
বক্তারা আরো বলেন- অবিলম্বে প্যারামেডিকেল বোর্ড বাদ দিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, বেতন স্কেল ১০ম গ্রেড করা, বিপুল পরিমাণে কর্মসংস্থান/ পদ চালু, সকল বিভাগের বিএসসি এবং এমএসসি বোর্ড চালু, সেবা পরিদফতরের মতো স্বতন্ত্র পরিদফতর গঠন করতে হবে। এসময় ডুয়েটের ন্যায় বিইউএমএসটি প্রতিষ্ঠাকরণ, প্রাইভেট হাসপাতালগুলোতে কর্মসংস্থান সৃষ্টি, ডেন্টাল এবং ফিজিওথেরাপিদের প্রাকটিস রেজিস্ট্রেশন প্রদান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্যারিয়ার প্ল্যান গঠন এবং বিএসসি মেডিকেল টেকনোলজিস্টদের পদ সৃষ্টিকরণেরও দাবি জানান তারা।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রংপুর বিভাগের আহব্বায়ক গোলাম মোস্তফা নোমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- অ্যাসোসিয়েশন যুগ্ন আহব্বায়ক মাসুম রেজা, জাকির, সদস্য সচিব মাহফুজুল হক, যুগ্ম সদস্য সচিব সুমন আলী, রাসেলসহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় রংপুর বিভাগের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি তাজহাট, প্রাইম মেডিকেল টেকনোলজি, ডেন্টাল মেডিকেল টেকনোলজি, সিটি মেডিকেল টেকনোলজিসহ বিভিন্ন মেডিকেলের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *