Connect with us

জাতীয়

রবিবার থেকে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দল

Published

on

images আগামী ১ মার্চ রবিবার সকাল ৬টা থেকে ৪ মার্চ বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে বিএনপিসহ ২০ দলীয় জোট। রোববার হরতাল–অবরোধের পাশাপাশি একই সঙ্গে সব জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের প্রত্যেক ওয়ার্ডে ‘গণমিছিল’ করা হবে বলে ২০–দলীয় জোটের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে। জোটের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করে বিবৃতি পাঠিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

কয়েক সপ্তাহ ধরে ২০–দলীয় জোট সপ্তাহের প্রথমে ৭২ ঘণ্টা হরতালের ঘোষণা দিয়ে পরে বাড়িয়ে সে কর্মসূচি সপ্তাহের শেষ দিন পর্যন্ত নিয়ে গেছে। এর মধ্যে গত দুই সপ্তাহে হরতালের পাশাপাশি বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। কয়েকটি ঝটিকা মিছিলও করে জোটটি। এবার বিক্ষোভ মিছিলের বদলে দেওয়া হয়েছে ‘গণমিছিল’ কর্মসূচি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *