Connect with us

রাজনীতি

রবিবার রাষ্ট্রপতির সঙ্গে খালেদার সংলাপ

Published

on


নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রোববার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সংলাপে বসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার বিএনপি নেত্রী ও মহাসচিবসহ ১০ জনের নাম বঙ্গভবনে পৌঁছে দেন দলের ৩ সহ-দপ্তর সম্পাদক। বেগম জিয়ার গণমাধ্যম শাখার সদস্য সাইরুল কবির খান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

অন্যান্য নেতারা হলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আসছে বছরের ফেব্রুয়ারিতে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সার্চ কমিটি করে এই কমিশন গঠন করবেন।

নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপি নেত্রী গেলো ১৮ নভেম্বর ১৩ দফা প্রস্তাব দিয়েছেন। আওয়ামী লীগ তাৎক্ষণিকভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করে। তবে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন তাই মেনে নেয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *