Connect with us

জাতীয়

রাজধানীতে ককটেল নিক্ষেপ করতে গিয়ে আটক ৩, উদ্ধার ১৮ ককটেল

Published

on

atok picস্টাফ রিপোর্টার:

রাজধানীর কলাবাগান এলাকায় ১৮টি ককটেলসহ তিনজনকে আটক করা হয়েছে। গত কাল দুপুর সাড়ে ১২টায় র‌্যাব-২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এসএম মাসুদ রানা।
তিনি জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় পান্থপথ গেস্ট্রো লিভার হাসপাতালের সামনের সড়কে ককটেল নিক্ষেপের সময় আব্দুল কাদির (৩১) নামের এক গাড়ি চালককে হাতেনাতে আটক করা হয়। আব্দুল কাদির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তার সঙ্গে ককটেল বিস্ফোরণের কাজে নূর ইসলাম (৩০) এবং মনির হোসেন (৩১) নামে আরও দুইজন রয়েছেন। পরে কাদেরের কাছ থেকে তথ্য নিয়ে রাতে কলাবাগানে অভিযান চালানো হয়। এসময় কলাবাগানের উত্তরা ব্যাংক শাখার সামনে থেকে মনির ও নূরকে আটক করা হয়। পরে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ১৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়। র‌্যাবের এই কর্মকর্তা জানান, গাড়ি চালক কাদির জানিয়েছেন, কিছু দিন আগে নূর ইসলামের সঙ্গে কাদিরের পরিচয় হয়। পরে নূর তাকে প্রস্তাব দেন একটি ককটেল ঠিকভাবে বিস্ফোরণ ঘটাতে পারলে বিনিময়ে পাঁচ হাজার টাকা দেওয়া হবে তকে। লেফটেন্যান্ট কর্নেল এসএম মাসুদ রানা আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, এসব নাশকতার কাজে অর্থ যোগানদাতারা রাজনীতির সঙ্গে জড়িত। তারা এইসবে নির্দেশ দেওয়ার জন্য মোবাইল ফোন-নম্বরও কোর্ডওয়ার্ড হিসেবে ব্যবহার করেন যা মোবাইলে সংরক্ষণ করা থাকে। আটককৃতরা টাকার বিনিময়ে কাজ করছে। আর যারা নির্দেশ ও অর্থযোগানে সংশ্লিষ্ট রয়েছেন তাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে না বলে জানান র‌্যাব-২ এর সিও।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *