Connect with us

জাতীয়

রাজধানীসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

Published

on

qauek_79019

আজ বাংলাদেশ সময় দুপুর ১টা ৫ মিনিট ১৮ সেকেন্ডে এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।   যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরীপ জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১। এটি এভারেস্টের বেসক্যাম্পের কাছে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

আবহাওয়া অধিদফতরের ডিউটি অফিসার রুহুল কুদ্দুস জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের ভূ-পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৬১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে নেপালের লাদুকে।

এই ভূমিকম্প রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তভাবে অনুভূত হয়েছে। ঢাকায় ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে লোকজন অফিস-আদালত, বাড়ি-ঘর ও দোকান থেকে রাস্তায় বের হয়ে আসে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল নেপালে ৭.৮ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ৮ হাজার ৪৬ জন নিহত এবং ১৭ হাজার ৮শ’র বেশি জন আহত হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *