Connect with us

রাজনীতি

রাজনীতিতে ফিরছেন না সোহেল তাজ

Published

on

shoheltajঅনলাইন ডেস্ক: রাজনীতিতে ফেরার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে নাকচ করে দিয়েছেন জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। সোমবার নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেছেন তিনি।

সোহেল তাজ লিখেছেন, রাজনীতিতে আমার ফেরার বিষয়ের বিভিন্ন গণমাধ্যমের খবর একেবারে অসত্য। ‘তাজউদ্দিন আহমেদ ও সৈয়দা জোহরা তাজউদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশন’ চালু করার বিষয়ে অবগত করতে আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম।

তিনি লিখেছেন, আমরা মনে করি, মাননীয় প্রধানমন্ত্রীর পথনির্দেশনা ও পরামর্শ ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনায় অমূল্য ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের মানুষের অভিভাবক নন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে আদর্শ ও নীতির সংরক্ষকও বটে। একারণে আমাদের এই উদ্যোগে তার সহযোগিতা ও মঙ্গল কামনার আশায় আমরা সেখানে গিয়েছিলাম।

অন্য এক স্ট্যাটাসে সোহেল তাজ লিখেছেন, প্রত্যেকে আমার প্রতি যে ভালোবাসা ও মমতা দেখিয়েছেন সেটি আমি উপলব্ধি করতে পারি এবং এর প্রশংসা করি। আমি এজন্য খুশি এবং সবার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকব।

তিনি লিখেছেন, আমি মনে করি ‘তাজউদ্দিন আহমেদ ও সৈয়দা জোহরা তাজউদ্দিন ফাউন্ডেশন’র মাধ্যমে মানুষের জন্য অনেক ভালো কিছু করতে পারব। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ বজায় রাখতে আমি সবসময় সচেষ্ট ছিলাম, আছি এবং থাকব। আমার বাবা সারাজীবন এর জন্য কাজ করেছেন এবং জীবন দিয়েছেন। আমার পরিবার, ফাউন্ডেশন ও আমার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী যে ভালোবাসা, উদারতা ও সমর্থন দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ।

গত শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা পরিবারের সদস্যদের নিয়ে সাক্ষাৎ করেন সোহেল তাজ। এরপর রাজনীতিতে সোহেল তাজের ফেরার বিষয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *