Connect with us

ঠাকুরগাঁও

রাণীশংকৈল মহা-সড়ক এখন ধান শুকানোর চাতাল

Published

on

SAMSUNG CAMERA PICTURES

রাণীশংকৈল প্রতিনিধি: 
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল-নেকমরদ মহা-সড়কটি এখন ধান শুকানোর চাতাল, খড় শুকানোর মাঠে পরিণত হয়েছে। এমনকি মহাসড়কে চলছে মেশিনে ধান মাড়ানোর কাজ। মহা-সড়কের সিংহ ভাগ জায়গা জুড়েই চলছে কৃষক কৃষাণীদের এ সব প্রতিযোগিতা। ঘটছে সড়ক দুর্ঘটনা। আহত হচ্ছে মানুষ, অনেকে পঙ্গুত্ব বরণ করছে আবার ঝরে পড়ছে অনেক তাজা প্রাণ। প্রশাসন একেবারে নির্বিকার। দেখে মনে হয় এ যেন ধান শুকানো চাতাল খড় শুকানোর মাঠ। দল বেঁধে কৃষক কৃষাণীরা এ সব প্রতিযোগিতা শুরু করেছে মহা-সড়কের উপর। অনেকে আবার মহা-সড়কে ধানের স্তুপ করে রেখেছে এরিই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। এমনিভাবে জেলার প্রতিটি সড়কের চিত্র একই রকম দেখা গেছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন সড়কে কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেলেও এ ব্যাপারে প্রশাসনিক কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

উল্লেখ্য, ১লা জুন উপজেলার সন্ধ্যারই খুটিয়াটুলি নামক স্থানে ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধা ধান শুকানোর সময় সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়। একাধিক কৃষকের সাথে আলাপ চারিতায় তারা জানায়, বাড়ির উঠানে বা আশ পাশে জায়গা না থাকায় আমরা নিরূপায় হয়ে সড়কের উপর এ সব করে থাকি।

মোটর পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল হক বলেন, রাণীশংকৈল-নেকমরদ মহা-সড়কটি বর্তমানে এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যানবাহন চালকরা একটু বেখেয়াল হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, মহা-সড়কের উপর এ কাজগুলি সত্যিই ঝুঁকিপূর্ণ। বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবো।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *