Connect with us

ঠাকুরগাঁও

রানীশংকৈলে অবৈধ বিদ্যূৎ সংযোগে চলছে কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রসহ ২টি দপ্তর

Published

on


আনোয়ার হোসেন আকাশ, রানীশংকৈলঃ ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের মধ্যে স্থাপিত ২টি দপ্তর চলছে অবৈধ বিদ্যূৎ সংযোগে। ৮মে ৩টার দিকে উপজেলা পরিষদের সরকারী কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রে গিয়ে দেখা যায়,কম্পিউটার প্রশিক্ষন দপ্তরটি চলছে মিটারবিহীন বিদ্যূৎ সংযোগে,সেখানে দুটি ১৫ এমপিআরের চিনামাটি কাটাউট বসিয়ে বৈদ্যূতিক ক্যাবলের মাধ্যমে অনিয়মভাবে সরাসরি বিদ্যূৎ খুটি থেকে সংযোগ নিয়ে কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রটি চালানো হচ্ছে এছাড়াও সেই অবৈধ বিদ্যূৎ সংযোগের সাউড কানেকশন দিয়ে প্রশিক্ষন দপ্তরের পাশেই অবস্থিত একটি বাড়ী একটি খামার পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম চলছে। এ অবস্থা দেখে এ প্রতিনিধি পল্লী বিদ্যূৎ অফিসের দায়িত্ব পাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুর রহিমকে ফোনে বিষয়টি জানিয়ে তাকে আসতে বলেন। এর কিছুক্ষন পরে লাইনম্যান নরুল ইসলামসহ ২ জন ঐ জায়গায় এসে সংযোগটি অবৈধ বলে সনাক্ত করেন। ভবন ২টির ভিতরে ঢুকে দেখা যায়,প্রশিক্ষন কেন্দ্রে ১০ টি কম্পিউটার পাশের দপ্তরে একটি কম্পিউটারসহ অনেক বৈদ্যূতিক সঞ্জামাদি চলানো হচ্ছে। কম্পিউটার প্রশিক্ষনের কেন্দ্রের প্রশিক্ষক মিলন র্মম্মু জানান, আমার দায়িত্ব নেওয়ার বয়স প্রায় ৩মাস এর পর থেকেই বিদ্যূৎ সংযোগের এ অবস্থায় আমি দেখছি এটি তো অবৈধ বিদ্যূৎ সংযোগ প্রশ্ন করলে বলেন, আমি কিছু জানিনা সব ইউএনও স্যার জানে তিনি জানান, এখানে নিয়মিত ১০টি কম্পিউটার ৩টি ফ্যান ৩টি বাল্প সারাদিনে ৮ ঘন্টা জ্বলানো হয়। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুর রহিম বলেন, সংযোগটি সবার আগে বিচ্ছিন্ন করা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসান জানান, বিষয়টি আমি জানতাম না পল্লী বিদ্যূৎ লোকের সাথে কথা হয়েছে তারা সংযোগটি বিচ্ছিন করেছে আমরা দরখাস্ত করেছি অতি শ্রীঘই বৈধ সংযোগ নেওয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *