Connect with us

বিনোদন

রুনা লায়লার ৫০ বছর…

Published

on

Runa_Laila_picjpg_21_lywonরঙ্গমঞ্চ ডেস্ক:
আজ দেশ বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লার ৫০ বছর পূর্তি হলো। ১৯৬৫ থেকে ২০১৫- এই দীর্ঘ সময়ে শ্রোতাদের অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশকে সাফল্যের সঙ্গে উপস্থাপন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। চলচ্চিত্রের গানে অনবদ্য কাজের স্বীকৃতি হিসেবে ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রুনা। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সেরা গায়িকার পুরস্কার এসেছে তার ঘরে। এ ছাড়া বাচসাস পুরস্কার, চলচ্চিত্র প্রযোজক সমিতি পুরস্কার, নিগার অ্যাওয়ার্ড (পাকিস্তান)সহ অনেক পুরস্কার পেয়েছেন।

এক নজরে রুনা লায়লা-

অ্যালবাম
. আই লাভ টু সিং ফর ইউ
. সিনসিয়ারলি ইয়োরস রুনা লায়লা
. গীত/গজলস (১৯৭৬)
. রুনা ইন পাকিস্তান (গজল) (১৯৮০)
. রুনা ইন পাকিস্তান (গীত) (১৯৮০)
. রুনা সিংস শাহবাজ কালান্দার (১৯৮২)
. রুনা গোজ ডিসকো (১৯৮২)
. সুপার রুনা (১৯৮২)
. গঙ্গা আমার মা পদ্মা আমার মা
. দ্য লাভারস অব রুনা লায়লা
. বাজম-এ-লায়লা
. রুনা লায়লা-মুডস অ্যান্ড ইমোশনস (২০০৮)
. রুনা লায়লা-কালা শাহ কালা (২০১০)

উল্লেখযোগ্য পুরস্কার
. স্বাধীনতা পদক
. জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৭৬, ১৯৭৭, ১৯৮৯, ১৯৯৪, ২০১২, ২০১৩)
. শেলটেক অ্যাওয়ার্ড
. লাক্স-চ্যানেল আই আজীবন সম্মাননা
. সায়গল পুরস্কার, ভারত
. নিগার পুরস্কার, পাকিস্তান (১৯৬৮, ১৯৭০)
. ক্রিটিকস অ্যাওয়ার্ড, পাকিস্তান
. র্গ্যাজুয়েট অ্যাওয়ার্ড, পাকিস্তান
. ন্যাশনাল কাউন্সিল অব মিউজিক অ্যাওয়ার্ড, স্বর্ণপদক, পাকিস্তান

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *