Connect with us

কুড়িগ্রাম

রৌমারী-রাজিবপুর ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কারের দাবীতে বিক্ষোভ

Published

on

Rowmari (Kurigram) Photos 03-07-16শাহাদত হোসেন, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলাধীন রৌমারী উপজেলার রৌমারী ও রাজিবপুর ঝুঁকিমুক্ত সড়ক এর দাবীতে এক বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রৌমারী তরুন প্রজন্মের উদ্যোগে রবিবার সকাল ১২টার সময় উপজেলা চত্বর থেকে একত্রিত হয়ে বৃষ্টি ও কাদা রাস্তায় সর্বস্তরের হাজার হাজার মানুষ ঝুঁকিমুক্ত সড়ক এর দাবীতে ব্যানার, ফেষ্টুন নিয়ে এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিন শেষে মুক্তিযোদ্ধা সংসদের সামনে পথসভা করেন। এ সময় বক্তব্য রাখেন রৌমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. শহিদুল ইসলাম শালু, সিএসডিকে এনজিওর পরিচালক মো. আবু হানিফ , তরুন প্রজন্মের সভাপতি অলিদ বিন বকুল প্রমুখ।
বক্তারা বলেন দীর্ঘ দিন ধরে ডিসি রাস্তার বেহাল দশার সৃষ্টি হয়েছে। রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা থেকে জামালপুর জেলার বকশিগুঞ্জ উপজেলা র্পযন্ত ডিসি রাস্তায় শত শত খাদের সৃষ্টি হয়েছে। জীবনের ঝুকি নিয়ে যানবাহন ও জনসাধারন যাতায়াত করছে। প্রতিদিনেই ঘটছে দুঘর্টনা। অসংখ্য মানুষ পঙ্গত্ব জীবন যাপন করছে দুর্ঘটনার শিকার হয়ে। এ বিষয় বিভিন্ন পত্রিকায় বিস্তর লেখালেখি হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি কর্তপক্ষ। তারা বলেন, রৌমারী-রাজিবপুর ঝুকিমুক্ত সড়ক চাই, রৌমারী-রাজিবপুর-ঢাকা সড়ক যেন এক মৃত্যুফাদ। অথচ র্দীঘদিন থেকে সড়কটি পুর্ণ:ণির্মাণ কিবা সংস্কারের উদ্যেগ নেই।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *