Connect with us

দেশজুড়ে

লক্ষ্মীপুরে ডেসটিনি’র ক্রেতা-পরিবেশকদের মানববন্ধন

Published

on

Lakshmipur Destiny Manobbadhan Pic 05.06.2016রুবেল হোসেন, লক্ষ্মীপুর: দক্ষিণ এশিয়ার নেটওয়ার্ক মাকেটিং এর জনক ও ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রফিকুল আমিন ও চেয়ারম্যান মোঃ হোসাইনের মুক্তির দাবী ও জব্দকৃত সকল ব্যাংক একাউন্ট খুলে দেয়ার দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক বৃন্দ। আজ রোববার সকালে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। সকাল ১০ থেকে ১১টার পর্যন্ত ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক মাসুদুর রহমান রুপক, নাছের মোহাম্মদ ফজলুল্লাহ, রাবেয়া বেগম, মো. মঞ্জুরুল আলম তুহিন, ওমর ফারুক ও আবুল মালেক মোহন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, ৪৫ লাখ ক্রেতা পরিবেশকের রুটি-রোজগারের প্রতিষ্ঠান ডেসটিনির ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয়ার ফলে আজ প্রায় দু’কোটি মানুষ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। ডেসটিনিতে তাদের বিনিয়োগ নিরাপদ দাবী করে বক্তারা বলেন আমরা বাঁচতে চাই। আমরা কাজ করতে চাই। এ সময় বক্তারা ডেসটিনি ২০০০ লিমিটেডের নামে এমএলএম লাইসেন্স প্রদানসহ ৪৫ লাখ ক্রেতা পরিবেশকদের বাঁচাতে অবিলম্বে ড. মোঃ রফিকুল আমিন ও মোঃ হোসাইনের মুক্তিসহ জব্দকৃত সকল ব্যাংক একাউন্ট খুলে দিতে প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *