Connect with us

বিনোদন

লন্ডন থেকে ফিরলেন নিপুণ

Published

on

b-2
বিনোদন ডেস্ক:
টানা এক মাস লন্ডনে থাকার পর দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন দুবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ। এসেই শুটিং করছেন বাংলাভিশনের ঈদের ৬ পর্বের বিশেষ নাটক ‘ফরমালিন চার্জ’-এর। মাসুদ সেজান পরিচালিত এই বিশেষ নাটকে নিপুণের সঙ্গে রয়েছেন জাহিদ হাসান, শামীমা নাজনীন, মিলন ভক্ত, সাজ্জাদ সুমনসহ অনেকেই। এরপর নিপুণ কাজ করবেন চ্যানেল আইয়ের ঈদের একটি নাটকে শামীম শাহেদের পরিচালনায়। নিপুণের সঙ্গে এই নাটকে থাকবেন রিয়াজ। আরটিভির জন্যও একটি ঈদের নাটকে কাজ করবেন এ অভিনেত্রী। মাসুদ সেজানের পরিচালনায় এই নাটকে তার সঙ্গে থাকবেন মোশাররফ করিম। টানা এক মাস লন্ডনে অবস্থান এবং ব্যস্ত সময় পার করা প্রসঙ্গে নিপুণ বলেন, আমি মূলত এবার লন্ডন গিয়েছিলাম আমার মেয়ে তানিশাকে সেখানকার জর্জ গ্রে স্কুলে ভর্তি করাতে। ইয়ার এইটে ভর্তি হয়েছে সে। ক্লাসও শুরু হয়েছে গেছে। ১৯১৩ সালের স্কুল এটি। লন্ডনে আমার বড় বোন পলিন থাকে। নিপুণ বলেন, মেয়েকে স্কুলে ভর্তি করানোর পাশাপাশি ৫টি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি। লন্ডনের বিবিসি বাংলা, চ্যানেল এস, চ্যানেল আই, এটিএন এবং বাংলা টিভিতে আমার সাক্ষাৎকার প্রচার হয়েছে। তারা বাংলাদেশের চলচ্চিত্রকে যথেষ্ট মূল্যায়ন করে। শিল্পীদের মূল্যায়ন করে আমাকে তাদের প্রতি কৃতজ্ঞ করে তুলেছে। নিপুণ বলেন, মেয়েকে ভাল একটা স্কুলে ভর্তি করাতে পেরে আমি যেমন আনন্দিত, তেমনি আনন্দিত লন্ডনের সবক’টি বাংলা চ্যানেলের সঙ্গে দারুণ একটা সম্পর্ক তৈরি করতে পেরে। নিপুণ বলেন, ঈদের অনুষ্ঠানের পাশাপাশি ঈদের আগে শাহ আলম কিরণ পরিচালিত মুক্তিযুদ্ধের ছবি ‘৭১-এর মা জননী’র শেষ কাজটুকু করবো। ছবির ক্যামেরা ক্লোজ হয়ে যাবে এইটুকু শুটিং করলেই। নিপুণ বলেন,
এক মাস লন্ডনে থাকলেও মনটা পড়েছিল দেশেই। তবে ইন্টারনেটের কল্যাণে ফেসবুকের মাধ্যমে যোগাযোগটা ছিল আপনজনদের সঙ্গে। এ জন্যই সব দিক দিয়েই ভাল ছিলাম, আনন্দেই ছিলাম। দেশে কারও কাজ আটকে না থাকায় অনেকটা নিশ্চিন্তেই কাজগুলো করতে পেরেছি; যা আমাকে ভাল থাকতে সহায়তা করেছে। নিপুণ বর্তমানে চলচ্চিত্রেও বেশ ব্যস্ত। কাজ করছেন ‘৭১-এর মা জননী’, ‘স্বর্গ থেকে নরক’, ‘ভালবাসা ২০১৪’, ‘মায়ানগর’, ‘পদ্মা পাড়ের পার্বতী’সহ বেশ কিছু ছবিতে। পশ্চিম বাংলায়ও ‘পরিচয়’ নামে একটি ছবিতে কাজ করছেন প্রসেনজিৎ-এর বিপরীতে।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *