Connect with us

খেলাধুলা

শঙ্কা প্রকাশ করল ওয়াকার

Published

on

স্পোর্টস ডেস্ক:
২০০৯ সালে শ্রীলংকার টিম বাসে হামলার পর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে কোনো দল আসছে না। প্রতিপক্ষ দেশগুলো যদি এই ধারা অব্যাহত রাখে তবে পাকিস্তানের ক্রিকেটের ‘সর্বনাশ’ হবে বলে সতর্ক করেছেন দেশটির কোচ ওয়াকার ইউনিস। মঙ্গলবার এএফপি’কে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াকার ইউনিস বলেন, ‘সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, আমরা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে পারছি না। আমার ভয় হচ্ছে, পাকিস্তানের ক্রিকেট মরে যেতে পারে। কেননা, আগের মতো আমাদের দেশ থেকে প্রতিভা বের হচ্ছে না। এমন হতে থাকলে বাচ্চাদের মধ্যে ক্রিকেটের ব্যাপারে উৎসাহ তৈরি হবে না।’ এই ব্যাপারে করণীয় কী সেটাও বাতলে দিয়েছেন পাকিস্তানের কোচ। তিনি বলেন, ‘আমাদের মাটিতে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে হবে। এই ব্যাপারে অবশ্যই সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’ গত বছরের শেষের দিকে অবশ্য আইসিসির সহযোগী দেশ কেনিয়াকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য পাকিস্তানে আনতে সক্ষম হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়া চলতি বছরের মে মাসে জিম্বাবুয়েকে পাকিস্তান সফরে আনার জোর চেষ্টা চালাচ্ছে পিসিবি। ওয়াকার মনে করেন, কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেশের ক্রিকেট ও এর অবকাঠামোকে শক্তিশালী করতে হলে আরও অনেক কিছু করতে হবে। ওয়াকার বলেন, ‘পাকিস্তানের ক্রিকেটকে রক্ষা করতে হলে আমাদের ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালী করতে হবে। ক্রিকেটীয় মানের দিক থেকে বিশ্বকাপে আমরা অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে ছিলাম। এই বিষয়টিকে নিয়ে আমাদের ভাবতে হবে।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *