Connect with us

খেলাধুলা

শুরুটা ছিল একেবারেই অকল্পনীয়, কিন্তু শেষ!

Published

on

স্পোর্টস করেসপন্ডেন্ট:
শেষ টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হার কি আর ¤¬ান করে দিতে পারে গত মাস খানেকের অর্জনকে! শুরুটা ছিল একেবারেই অকল্পনীয়! ১৬ বছর যে দলটার বিপক্ষে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের তাদের বিপক্ষে টানা তিন ওয়ানডে জয়। জয় এলো টি-টোয়েন্টিতেও। সেই ধারবাহিকতায় সিরিজের প্রথম টেস্টেও লড়াকু এক ড্র। কিন্তু, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শেষ ম্যাচটায় গোটা সিরিজের গায়ে ‘দাগ’ লাগিয়ে দিয়ে গেলো। যেন ফিরে আসলো পুরনো বাংলাদেশ। পাকিস্তানও হয়তো এতোটা সাবেকী বাংলাদেশকে কল্পনা করেনি। করলে তৃতীয় দিন দ্বিতীয় সেশনে নিজেরা ব্যাটিংয়ে না নেমে বাংলাদেশকে ফলেঅনে নামায়। সেটা হলে ম্যাচের ফলাফলটায় আরও বেশি গায়ে জ্বালা ধরতো বাংলাদেশের। সে যাই হোক, ৫৫০ রানের বিশাল লক্ষ্যে আগের দিনে এক উইকেটে ৬৩ রান নিয়ে শুরু করেছিল বাংলাদেশ। চতুর্থ দিন সকালে প্রথম সেশনে বাংলাদেশ যোগ করে ৭২ রান। এর মধ্যে অবশ্য সাজঘরে ফিরে যান চার ব্যাটসম্যান। স্কোর পাঁচ উইকেট হারিয়ে ১৩৫ রান। দ্বিতীয় সেশনে, রান হল ৮৬। পড়লো বাকি চারটা উইকেট। প্রথম দিন থেকে লিগামেন্ট ছিড়ে মাঠের বাইরে চলে যাওয়া শাহাদাত হোসেন প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যাট করলেন না। সব মিলিয়ে ২২১ রানেই শেষ বাংলাদেশ। ম্যাচ শেষ হল! করমর্দন করতে করতে ফিরলেন ক্রিকেটাররা। ব্যর্থতা দিয়ে শেষ হল ‘অনেক প্রাপ্তি’র সিরিজ। দর্শকরাও বের হয়ে যেতে শুরু করেছেন। সাথে নিয়ে গেলেন একটা প্রশ্ন, আÍবিশ্বাসের চূড়ায় থাকা একটা দল এক সপ্তাহের ব্যবধানে এমন দিশেহারা হয় কিভাবে? কাপ্তান মুশফিক, খুব সম্ভবত উত্তরটা আপনাকেই খুঁজে বের করতে হবে!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *