Connect with us

ফিচার

শুরু হতে যাচ্ছে হরিণ, বন্য শূকর শুমারি

Published

on

horinবাঘের পর এবার সুন্দরবনে শুরু হতে যাচ্ছে, হরিণ ও বন্য শূকর শুমারি। চলতি আগষ্ট মাসেই শুরু হবে, এ কার্যক্রম।

প্রথম তিন মাস পাইলটিংয়ের পর, নভেম্বরে শুরু হবে, মূল শুমারি। সুন্দরবনে হরিণ ও বন্য শূকরের সংখ্যা, তাদের অবস্থান এবং সংরক্ষণের বিষয়টি উঠে আসছে এতে। চিত্রা হরিণ। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, সুন্দরবনের সৌন্দর্যের প্রতীক। যা দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। কিন্তু, চোরা শিকারি আর বনদস্যুদের থাবায় হুমকির মুখে এই নিরীহ প্রাণীটি। তাই বাঘ শুমারির পর এবার সুন্দরবনে শুরু হচ্ছে হরিণ ও শুকর শুমারি। কাজ শুরু হবে চলতি মাসের শেষে। যেখানে তিন মাসের পাইলটিং প্রকল্পের পর নভেম্বরে শুরু হবে মূল গণনার কাজ।

হরিণ ও শূকরের সংখ্যা নির্ধারণ, প্রজনন ও পর্যবেক্ষণই এই শুমারির উদ্দেশ্য। এছাড়া, বনের কোন এলাকায় হরিণ কম বা বেশি তাও জানা যাবে এই শুমারিতে।

হরিণ ও শূকর শুমারির এমন উদ্যোগকে ইতিবাচক মনে করছেন বন গবেষকরাও।

বর্তমানে সুন্দরবনে ঠিক কী পরিমাণ হরিণ ও শূকর আছে, তার সুস্পষ্ট তথ্য না থাকলেও, বন বিভাগের ধারণা, সুন্দরবনে হরিণ আছে এক থেকে দেড় লাখ। আর শূকর আছে ২০ থেকে ২৫ হাজার।
বাংলাদেশেরপত্র/এডিপি/ আমিরুল ইসলাম

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *