Connect with us

জাতীয়

শুরু হয়েছে সিটি নির্বাচনের প্রচারণা

Published

on

1427075799নিজস্ব প্রতিনিধি: 

আসন্ন ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা গতকাল সোমবার রাত ১২টা থেকে শুরু হয়েছে। প্রচারণা চলবে আগামী ২৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ জানিয়েছেন, ‘আসন্ন তিন সিটি নির্বাচনের প্রার্থীরা সোমবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। যেহেতু প্রতীক এখনো বরাদ্দ হয়নি সে কারণে তাদের নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আচরণ বিধি মেনে সব ধরণের প্রচারণাই চালাতে পারবেন প্রার্থীরা।’
তিনি বলেন, ‘আচরণবিধি অনুযায়ী নির্বাচনের ২১ দিন আগে নির্বাচনী প্রচারণা চালানো যায় না। আবার প্রচারণা শুরু হলে তা ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে বন্ধ করতে হয়।
সে হিসেবে সোমবার রাত ১২ টার পর থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করার সময়। এ প্রচারণা শেষ করতে হবে ২৬ এপ্রিল রাত ১২ টায়।’
নির্বাচন কমিশনের (ইসি) গণসংযোগ বিভাগের পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, ‘নির্বাচনী আচরণবিধি মেনে ৭ এপ্রিল থেকে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। এতে আর কোনো বাধা নেই।’

প্রসঙ্গত, তিন সিটির প্রার্থীরা সোমবার মধ্যরাত থেকে প্রতীক ছাড়া গণসংযোগ বা পরিচিতিমূলক প্রচারণা করতে পারবেন। তবে ১০ এপ্রিল প্রতীক নির্ধারিত হলে আনুষ্ঠানিকভাবে তারা প্রচারণা শুরু করতে পারবেন।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনকারীদের কোনো ছাড় না দিতে ইসির নির্দেশনা রয়েছে। আইনেও বলা আছে, প্রার্থীরা কিভাবে আচরণবিধি মেনে চলবেন। নির্বাচনী ম্যানুয়েল এবং আচরণবিধি মেনে ৭ তারিখ থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘প্রার্থীর পক্ষে কেউ প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থী যদি তার দায়িত্ব না নেয়, তবে ওই ব্যক্তিকেই গ্রেপ্তার করা হবে। এজন্য প্রত্যেক থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।’
ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহরের শেষ দিন ৯ এপ্রিল এবং ১০ এপ্রিল হবে প্রতীক বরাদ্দ।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *