Connect with us

গাজীপুর

শ্রীপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্য্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ

Published

on

শ্রীপুর (গাজীপুর ) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে শুক্রবার বাদ জুমা মাওনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অসামাজি কাজের প্রতিবাদে মুসুল্লিরা বিক্ষোভ মিছিল করে। এসময় হোটেল শ্রমিকদের সাথে মুসুল্লিদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত্য দশ পথচারী আহত হয়। বিক্ষোভ চলা কালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনেন।

মুসুল্লিরা জানায় মাওনা চৌরাস্তার দক্ষিনে নিউ স্বাগতম গেস্ট হাউজ, কাজী পেট্রোল পাম্পের দক্ষিনে একটি বহুতল ভবনে মনিপুরা গেস্ট হাউজ এবং মোহা সিএনজি’র দক্ষিন পাশে মিতালী গেস্ট হাউজে দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে অসামাজিক কার্য্য কলাপ চলে আসছে। এসব গেস্ট হাউজে দিন ভর চলে মাদক সেবন । হাতের নাগালে অসামাজিক কাজ চলায় সহজেই ছাত্র যুবকরা বিপথ গামী হয়ে পরছে। এসব গেস্ট হাউজ গুলোতে অসামাজিক কাজের কারণে এলাকা বাসী ও মুসুল্লিদের মধ্যে ক্রমেই ক্ষোভের সৃষ্ঠি হয়। শুক্রবার বাদ জুমা মাওনা চৌরাস্তার আসপাশ এলাকার মসজিদের শত শত মুসুল্লিরা জড়ো হয়। মুসুল্লিরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে গেস্ট হাউজের সামনে এলে গেস্ট হাউজের প্রধান ফটক বন্ধ করে দু’টি হোটেলের শ্রমিকরা জড়ো হয়ে মুসুল্লিদের উপর হামলা চালালে এসময় মুসুল্লিরা হোটেল শ্রমিকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। পথচারীরা জানায় দু’পক্ষের ইটপাটকেলে অন্তত্য দশ জন পথচারী আহত হয়। এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি লেনে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। শ্রীপুর থানার এস.আই মোঃ জাহাঙ্গীর আলম জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *