Connect with us

খেলাধুলা

শ্রীলংকার বিপক্ষে জয়ের স্বপ্ন গুনছে বাংলাদেশ

Published

on

Captureদদদদদদদদদদদদদদস্পোর্টস ডেস্ক: আফগানদের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে ফুরফুরে মেজাজেই থাকার কথা মাশরাফিদের। কিন্তু ব্রিসেবেনে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মর্সিয়ার চেয়ে বড় ঘূর্ণিঝড় বয়ে গেছে বাংলাদেশ দলের ওপর। হঠাৎই পেসার আল-আমিন কাণ্ডে দলের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি হওয়ার মত পরিস্থিতি তৈরী হয়েছে।

তবে বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিক জানালেন, আল-আমিনকে নিয়ে যেসব ঘটনা ঘটে গেছে তার কোন প্রভাব দলের ওপর পড়বে না। সব আগের মতই ঠিক-ঠাক আছে। একই সঙ্গে তিনি জানালেন, ‘শ্রীলংকার মত শক্তিশালি দলের বিপক্ষে জয়ের ভাবনা মাথায় নিয়েই আমরা পরিকল্পনা আঁটার চেষ্টা করছি।’

২৬ ফেব্রুয়ারি মেলবোর্নের ঐতিহাসিক এমসিজিতে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলংকার। এ লক্ষ্যে মঙ্গলবার কঠোর অনুশীলন করেছে মাশরাফিরা। এক সময় তো অনুশীলনে চোটই পেয়ে গিয়েছিলেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত জানা গেছে, চোট তেমন গুরুতর নয়।

তবে বিশ্বকাপের মাঝপথে হঠাৎই আল-আমিনকে হারিয়ে নিজের হতাশার কথা জানালেন আল-আমিন। তিনি বলেন, ‘তাকে (আল-আমিন) চলে যেতে হলো বলে আমরা সত্যিই হতাশ। তবে আমি মনে করি, শফিউল আসছে, সে একজন ভালো পারফরমার এবং অভিজ্ঞ খেলোয়াড়ও বটে। এর আগেও অনেকবার ভালো সাফল্যও দেখিয়েছে সে।’

আল আমিনের ঘটনার প্রভাব দলের ওপর পড়বে না জানিয়ে হিথ স্ট্রিক বলেন, ‘এই ঘটনা আমাদের ওপর খুব বেশি প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। অবশ্যই আমাদের দৃষ্টি পরের ম্যাচের দিকে, যে ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

২২শ্রীলংকার বিপক্ষে দলে নেওয়ার সম্ভাবনা ছিল আল-আমিনকে। কারণ বাঁ- হাতি ব্যাটসম্যানদের বিপক্ষে ভালো বল করতে পারেন তিনি। তবে হিথ স্ট্রিকের বিশ্বাস, আল-আমিন না থাকলেও বোলিং লাইনআপের ভারসাম্য ঠিক-ই থাকবে। ‘অবশ্যই বাঁ-হাতিদের বিপক্ষে তার ভালো রেকর্ড আছে। কিন্তু আমি বলেছি, দলে অন্য যারা আছে, তারাও অনেক সফল। রুবেল, তাসকিন ও অধিনায়ক মাশরাফির মধ্যে আমি ভালো কিছু দেখেছি এবং আমি আত্মবিশ্বাসী যে, তারা মাঠে যাবে এবং আবারও আমাদের জন্য কাজটা সহজ করে দেবে।’

দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্র“পে তৃতীয়স্থানে রয়েছে বাংলাদেশ। শ্রীলংকাকে কোনভাবে হারাতে পারলেই কোয়ার্টার প্রায় নিশ্চিত হয়ে যাবে মাশরাফিদের জন্য। সে লক্ষ্যেই ম্যাচের পরিকল্পনা আঁটছে বলে জানালেন বোলিং কোচ হিথ স্ট্রিক। তিনি জানালেন, মেলবোর্নের ম্যাচ দিয়ে লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে প্রস্তুত মাশরাফিরা।

‘সবাই সামনের দিকে তাকিয়ে আছে। এটা ভালো চ্যালেঞ্জ এবং আমি মনে করি, এই উইকেটে অনেক কিছু আছে। আপনি যদি ভালো ব্যাটিং করেন, তাহলে এর জন্য পুরস্কার আছে। আমরা ভালো লড়াইয়ের জন্য সামনের দিকে তাকিয়ে আছি।’

১১শ্রীলংকার কোন বিষয়গুলো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের হতে পারে সে ব্যাখ্যাও দিয়েছেন হিথ স্ট্রিক। তিনি বলেন, ‘কুমার সাঙ্গাকারা, দিলশানের মতো তাদের দলের ব্যাটিং লাইনআপের টপ অর্ডারে কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। এই আসরে আমরা দেখেছি, শুরুতে উইকেট পাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং আপনি যদি এটা পান, তাহলে এগিয়ে থাকবেন।’

সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘প্রতিপক্ষকে আটকে রাখার এবং ইনিংসের মাঝপথে ব্রেক থ্রু পাওয়ার পরিকল্পনাও আমাদের আছে। তো পরিকল্পনা অনেক এবং পাল্টা-পরিকল্পনাও আছে এবং এটা ক্রিকেটেরই অংশ।’

সাকিব আল হাসান থাকায় আরো বেশি আশাবাদী স্ট্রিক। বিগ ব্যাশে মেলবোর্ন রেনিগেডসে খেলার কারণে অস্ট্রেলিয়া ও মেলবোর্নের কন্ডিশন সম্পর্কে আগে থেকে জানা আছে ক্রিকেটে তিন সংস্করণের সেরা অলরাউন্ডার সাকিবের।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *