Connect with us

বিবিধ

সদ্য বিলুপ্ত ছিটমহলে ইন্টারনেট সেবা চালু

Published

on

সদ্য বিলুপ্ত ছিটমহলে ইন্টারনেট সেবা চালু

লালমনিরহাট জেলার সদ্য বিলুপ্ত ৫৯টি ছিটমহলে ইন্টারনেট সেবার সূচনা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক করিব বিন আনোয়ার সদ্য বিলুপ্ত পাটগ্রামের ১২০ নং বাঁশ কাটা ছিটমহলের সাব সেন্টারে ইন্টারনেট সেবার সূচনা করেন।

পাটগ্রাম উপজেলা প্রশাসন সূত্রে জানায়, লালমনিরহাট জেলা সদর, হাতীবান্ধা ও পাটগ্রামে ৫৯টি ছিটমহল ছিল। এখন এসব ছিটমহল বাংলাদেশের ভূ-খন্ড। তথ্য প্রযুক্তিগত যোগাযোগ ব্যবস্থা ও তথ্য প্রযুক্তি সেবা ছিটমহলের ঘরে ঘরে পৌচ্ছে দেয়ার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে ছিটমহলবাসী খুব দ্রুত তথ্য ও প্রযুক্তি সেবা ইন্টারনেট সেবা পেতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এখানে ইউনিয়ন তথ্য সেবার কেন্দ্রের মতো সকল ধরনের নাগরিক সেবা পাওয়া যাবে। পর্যাক্রমে সকল সদ্য মুক্ত ছিটমহলগুলোতে তথ্য প্রযুক্তি সেবা দিতে সাব সেন্টার খোলা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পাটগ্রাম উপজেলার চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম ও পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম প্রমুখ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *