Connect with us

দেশজুড়ে

সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, বাড়িঘর ভাংচুর-লুটপাট

Published

on

full_1130898285_1444278088আবু নাসের হুসাইন,সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে প্রতিপক্ষের হামলায় মতিয়ার মাতুব্বার (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবারে রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে এ ঘটনা ঘটে। মতিয়ার ঐ গ্রামের রুপাই মাতুব্বারের ছেলে।

জানা গেছে, গ্রাম্য দলাদলী নিয়ে দীর্ঘদিন যাবত বাতাগ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। এরই জের ধরে রুপাই মাতুব্বারের ছেলে মতিয়ার মাতুব্বার আনুমানিক রাত ১১টার দিকে অন্য একটি বাড়ি থেকে নিজের বাড়িতে আসতে ছিলো। এসময় একই গ্রামের মৃত হিরু মাতুব্বারের ছেলে পিকুল মাতুব্বারসহ ৩/৪ জন ব্যাক্তি পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মতিয়ারকে কোপায়। এতে ঘটনাস্থলেই মতিয়ার মারা যায়। মতিয়ার এক দলের প্রধান হেমায়েত হোসেনের সমর্থক ও পিকুল প্রতিপক্ষ প্রধান সলেমান মাতুব্বারের সমর্থক। এঘটনার পর হেমায়েত হোসেনের সমর্থকরা সলেমান মাতুব্বারের সমর্থকদের ১০টি বাড়ি-ঘরে হামলা চালিয়ে ২০/২২ টি বসতঘর ভাংচুর ও লুটপাট করেছে। এছাড়াও সলেমান মাতুব্বারের সমর্থকরা ভয়ে এলাকা ছাড়া বলে স্থানীয়রা জানিয়েছেন।

সালথা থানা অফিসার ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, মতিয়ারকে চোরা-গুপ্তা ভাবে হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *