Connect with us

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে আরো ৪ যুদ্ধ জাহাজ মোতায়েন করছে আমেরিকা

Published

on

30e01d5073be1dcb5589bfb2bceab320_XLআন্তর্জাতিক ডেস্ক:

সিঙ্গাপুরে আরো চারটি যুদ্ধ জাহাজ মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছে মার্কিন সরকার। উপকূলীয় যুদ্ধের জন্য নির্মিত এ সব যুদ্ধ জাহাজ ২০১৮ সালের মধ্যেই মোতায়েন করা হবে বলে এ ঘোষণায়  বলা হয়েছে। এর মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আমেরিকার উপস্থিতি আরো জোরদার হবে। মার্কিন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল চার্লস উইলিয়ামস এ চার যুদ্ধ জাহাজ মোতায়েনের ঘোষণাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সপ্তম নৌ বহরের অংশ হিসেবে পর্যায়ক্রমে এ সব জাহাজ মোতায়েন করা হবে। ২০১৮ সালের মধ্যে এ সব মোতায়েন শেষ হবে বলেও জানান তিনি। ২০১৩ সালের এপ্রিল মাসে উপকূলীয় যুদ্ধের উপযুক্ত মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস ফ্রিডমকে প্রথম সিঙ্গাপুরে মোতায়েন করেছিল আমেরিকা। ইউএসএস ফ্রিডমের স্থলাভিষিক্ত হবে নতুন চারটি যুদ্ধ জাহাজ। সাম্প্রতিক সময়ে চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে সিঙ্গাপুরের বিরাজমান সমুদ্র সংকট নিয়ে ওয়াশিংটন মাথা ঘামাতে শুরু করেছে এবং এরকম একটি পরিস্থিতিতে আমেরিকা পর্যায়ক্রমিক যুদ্ধ জাহাজ মোতায়েন করতে যাচ্ছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *