Connect with us

জাতীয়

সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Published

on

images (8)

স্টাফ রিপোর্টার:  তিন সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।  মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমরা বৈঠক করেছি। সবাই পরিস্থিতি ভাল বলেছেন। তারপরও নির্বাচন নিয়ে যাতে জনমনে কোনো ভীতি কাজ না করে এ জন্য সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, ‘নিয়মিত বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। যখনই প্রয়োজন হবে রিটার্নিং অফিসারের ডাকে সাড়া দিয়ে তারা চলে আসবে।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *