Connect with us

বিবিধ

সিটি নির্বাচনে সেনা মোতায়েন চান এমাজউদ্দিন

Published

on

Emaz uddinস্টাফ রিপোর্টার:

আসন্ন ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ভোটগ্রহণের অন্তত এক সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ড. এমাজউদ্দিন আহমেদ।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সেমিনারে তিনি এ দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য বলেন, “সিটি নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। সে লক্ষ্যে নির্বাচনের ভোটগ্রহণের অন্তত এক সপ্তাহ আগে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।” সেনা মোতায়েন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। সিটি নির্বাচন বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে উল্লেখ করে এমাজউদ্দিন বলেন, “সরকারকে শিক্ষা দেওয়ার একটি মোক্ষম সুযোগ আমাদের সামনে এসেছে। আমরা এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আশা করছি, চ্যালেঞ্জে জয়ী হব আমরাই।” নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে আপনাদের সক্ষমতা প্রমাণ করুণ। নয়তো জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায় আপনাদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।” এমাজউদ্দিন বলেন, “আমরা প্রতিযোগিতার সমতল ভূমি আশা করি না। তবে ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে যেতে পারে এবং প্রার্থীরা যাতে ঠিকমতো প্রচারণা চালাতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করুন।” এসময় বিএনপির তরুণ কর্মীদের ভোটকেন্দ্র ও ব্যালট বাক্স পাহাড়া দেওয়ারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, “ঘরে থাকলেও গ্রেফতার নির্যাতনের শিকার হবেন। সুতরাং বাইরে বের হয়ে আসুন। রাস্তায় নামলে পুলিশ যদি গ্রেফতার করে তাহলে ওই মুহুর্তেই আপনার জয় নিশ্চিত হয়ে যাবে। কারণ, জনগণ দেখবে আপনাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই সরকারের এ অপচেষ্টা।” এ সময় তিনি শেষবার হলেও বিএনপি নেতাকর্মীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান। বিএনপির ‘নিখোঁজ’ মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়ার মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী প্রমুখ। ‘গুম, খুন, অপহরণ ও গ্রেফতার আতঙ্কের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এম এ হালিম।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *