Connect with us

দেশজুড়ে

সিরাজদিখানে মাদক বিরোধী সমাবেশে ছাত্রলীগ নেতাকে সমাজ থেকে বহিস্কার

Published

on

Sirajdikhan news  23.01 (2)

রোমান হাওলাদার , সিরাজদিখান:


মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুসুমপুর জাগরনী সংসদের মাঠে গতকাল শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসীর আয়োজনে মাদক, সন্ত্রাস ও জমিদখলের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে সাবেক ইছাপুরা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৈয়দ শিশির আহমেদ ও তার ভগ্নিপতি কবির হোসেনকে সমাজ থেকে বহিস্কারের নির্দেশ দেওয়া হয় এবং এলাকায় তাদের ব্যাবসা প্রতিষ্ঠান যেখান থেকে অপকর্ম চলে সেটিকে তালা লাগিয়ে দেওয়ার জন্য এলাকাবাসী দাবী করে। প্রতিবাদ সমাবেশে এলাকাবাসী গণস্বাক্ষরদেন। এলাকাবাসী সমাবেশে তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে শিশির ও কবির মাদক সেবন, বিক্রয়, সন্ত্রাসী কর্মকান্ড ও জমিদখল করে আসছে বলে অভিযোগ করেন। এলাকাবাসী ঐক্যমত প্রকাশ করে বলেন, এলাকায় তাদের সাথে কেউ সম্পর্ক রাখবে না এবং তাদের অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসী কঠোর পদক্ষেপ নিবেন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাবেক ইছাপুরা ইউপি চেয়ারম্যান কামাল চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, জাগরানী সংসদ সভাপতি ও বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ ধীরণ, মুক্তিযোদ্ধা বাবুল মল্লিক, বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্য জানে আলম, উপজেলা যুবলীগ নেতা মনোয়ার হোসেন মনু, উপজেলা যুবলীগ নেতা সুখন চোধুরী, ইছাপুরা ইউপি সদস্য জমির আলী, সাজাহান দেওয়ানসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ। এ সময় অভিযুক্তরা এলাকায় ছিলেন না এবং তাদের মোবাইল ফোন বন্ধ ছিল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *