Connect with us

গাইবান্ধা

সুন্দরগঞ্জে-মীরগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে পারাপার, দুর্ঘটনার আশঙ্কা

Published

on

Gaibandha Road Picture 25-06-2016সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: উপজেলায় প্রাণ কেন্দ্রে অবস্থিত ডাক বাংলো ব্রীজটির উপর দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন ঝুঁকিপূর্ণ পারাপার হচ্ছেন।
জানা গেছে, বিভাগীয় শহর রংপুরসহ পীরগাছা উপজেলার সাথে সুন্দরগঞ্জবাসির যোগাযোগের সুবিধার্থে ১৯৮৪ সালে জেলা পরিষদের তত্বাবধানে থানা থেকে ১০০ গজ পশ্চিমে সুন্দরগঞ্জ ডাক বাংলা ঘেষে সুন্দরগঞ্জ-মীরগঞ্জ বাজার যোগাযোগ রক্ষাকারী ব্রীজটি নির্মাণ করা হয়। নির্মাণের পর হতে এপর্যন্ত কোন প্রকার সংস্কার না করায় বর্তমানে ব্রীজটি অত্যন্ত ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রীজটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় জরুরি ভিত্তিতে নতুন করে ব্রীজ নির্মাণ একান্ত প্রয়োজন এলাকাবাসী মনে করেন। ঝুঁকিপূর্ণ এই ব্রীজ এলাকাবাসীর আতঙ্ক যে কোন মহুত্বে বড় ধারণের দুঘটনা ঘটতে পড়ে বলে অনেকে মনে করেন। এই ব্রীজটি মীরগঞ্জ হাট ও সুন্দরগঞ্জের যোগাযোগের সংযোগস্থল তা ঝঁকিপূর্ণ হওয়ায় মীরগঞ্জ হাটের ব্যবসায়ীরা মালামাল পরিবহনে ভারী যানবাহন ব্যবহার করতে পারছে না। যানবাহন পারাপারের সময় ব্রীজ থর-থর করে কেঁপে উঠে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর জানান, ব্রীজটি অত্যন্ত ঝুকিপূর্ণ হওয়ায় যানমাল রক্ষার্থে ভারী যানবাহন বন্ধের জন্য গাইড লাইন হিসেবে খুঁটি স্থাপন করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *