Connect with us

বিবিধ

সুপারকারের প্রদর্শনী

Published

on

ford-gtরকমারি ডেস্ক:
যুক্তরাষ্ট্রের রাজধানী নিউইয়র্কে গত কাল থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক অটোমোবাইল প্রদর্শনী। ১০ দিনব্যাপী গাড়ির এই আসর শেষ হবে ১২ এপ্রিল। পৃথিবীর বৃহৎ এই অটোমোবাইল প্রদর্শনীতে বিলাস বহুল গাড়ির পাশাপাশি সুপারকার দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে। নিউইয়র্ক আন্তর্জাতিক অটোমোবাইল প্রদর্শনীতে ৫৫টি নতুন গাড়ি প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীতে অংশ নেয়া সুপারকার গুলোর মধ্যে আছে, লিংকন কন্টিনেন্টাল কনসেপ্ট, ক্যার্ডিলাক সিটি৬, চেভরোলেট মালিবু, হোন্ডা সিভিক কোপ, টয়োট আরএভি৪, লেক্সাস আরএক্স এবং নিশান ম্যাক্সিমা। এছাড়া বিএমডিব্লিউ, ল্যান্ড রোভার, মিটসুবিশি, মার্সিডিস, মাজডা, ভক্সওয়াগন, হোন্ডা, টয়োটা, ভলভো, পোরশের মতো নামি-দামি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে গাড়ির পাশাপাশি ট্রাক, পিকআপ, মোটরসাইকেল স্থান পেয়েছে। নিউইয়র্কে প্রথম অটোমোবাইল প্রদর্শনীর আয়োজন করা হয় ১৯০০ সালে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *