Connect with us

দেশজুড়ে

সুরমাপাড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ

Published

on

SAMSUNG CAMERA PICTURESজামালগঞ্জ, সুনামগঞ্জ:
গত বৃহস্পতিবার জামালগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে বেলা ২টায় উপজেলার ভীমখালী ইউনিয়নের উজ্জ্বলপুর থেকে সদর ইউনিয়নের শাহাপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার নদী পথে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান, মো. আব্দুল মোতালিব খান, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব¡ শামছুল আলম তালুকদার (ঝুনু মিয়া)। এ সময় নৌকা বাইচ দেখতে এলাকার হাজার হাজার মানুষ সুরমার দু’পাড়ে ভিড় জমায়। প্রতিযোগিতায় জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলাবাসির পক্ষে ২টি নৌকা অংশগ্রহণ করে। এতে ধর্মপাশা উপজেলার নৌকা প্রথম ও জামালগঞ্জ উপজেলার নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে। পরে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শফি কামালের সভাপতিত্বে আয়োজিত এক পথসভায় অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিসহ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাচনাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোক্তার হোসেন তালুকদার, জামালগঞ্জ আ’লীগের সেক্রেটারি এম. নবী হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী ধর্মপাশার পক্ষে উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খানের হাতে একটি রঙ্গীন টেলিভিশন উপহার হিসেবে তুলে দেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *