Connect with us

খেলাধুলা

সৌদি আরব ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রণ করে!

Published

on

স্পোর্টস ডেস্ক:
পাঁচটি বিশ্বকাপ শিরোপা – নি:সন্দেহে ব্রাজিলকে ফুটবলের দেশ বলে রায় দিয়ে দেয়া যায়। অথচ, ব্রাজিল জাতীয় ফুটবল দল নিয়ন্ত্রণ করে কি না সৌদি আরব! কি চমকে উঠেছেন তো! আর চমকে দেয়ার মতো এই তথ্য জানিয়েছে, সাও পাওলোর সংবাদপত্র এস্তাদাওতে। পত্রিকাটিতে এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের জাতীয় দল নিয়ন্ত্রিত হয় ফুটবল দলের ব্যবসায়ীক অংশিদারদের কথা অনুযায়ী। তারা দাবী করেছে, ২০০৬ সালে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন এবং আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্ট কোম্পানি সিমেন আইল্যান্ডের মধ্যে একটি চুক্তি হয়, আর সেই চুক্তি অনুযায়ী ব্রাজিল দলের খেলোয়াড় নির্বাচিত হয়। আর, ইভেন্ট কোম্পানিটি দাল্লাহ আল-বারাকা নামের একটি সৌদি কোম্পানির শাখা। যার মালিক সৌদি আরবের বিলিওনিয়ার সৌদি আবদুল্লাহ কামিল। আরও চমকে যাওয়ার মতো ব্যাপার হল, অনেক আনফিট খেলোয়াড় ওই কোম্পানির আঙ্গুলের ইশারায় ব্রাজিল দলে সুযোগ পেয়েছেন। তবে, এই ঘটনার সত্যতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিলেও ব্রাজিল সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। সেই সাথে দেশটির ফেডারেশনকে তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *