Connect with us

বিনোদন

‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন রাজ্জাক

Published

on

b-12বিনোদন ডেস্ক:
বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের জন্য ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন নায়ক রাজ রাজ্জাক। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ আটজন গ্রহণ করেবন এ বছর। ৪ মার্চ এ বছরের পুরস্কারের জন্য মনোনীতদের নাম চূড়ান্ত করে সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া, বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, প্রথিতযশা সাংবাদিক প্রয়াত সন্তোষ গুপ্ত, মুক্তিযুদ্ধ পরিচালনায় বিশেষ ভূমিকা পালনকারী মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী, রাজশাহী রেঞ্জের ডিআইজি শহীদ মুক্তিযোদ্ধা মামুন মাহমুদ, মোজাফফর আহমেদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউটের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হোসেন মণ্ডল এবং দেশের সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ‘নায়ক রাজ রাজ্জাক’। ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রতিবছর এ পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন। পুরস্কারের জন্য মনোনীতরা একটি করে সোনার পদক এবং একটি সম্মাননাসূচক প্রত্যয়নপত্র পাবেন। এর সঙ্গে নগদ পুরস্কার হিসাবে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *