Connect with us

দেশজুড়ে

হাতীবান্ধায় ভগ্নিপতির বিরুদ্ধে শালকের জমি জবর দখল ও বসত বাড়ি ভাংচুরের মামলা

Published

on

হাতীবান্ধা প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধায় ভগ্নিপতির বিরুদ্ধে শালকের জমি জবর দখল ও বসতবাড়ী ভাংচুরের অভিযোগে মামলা দায়ের। এ ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব বেজগ্রাম এলাকায়।গত ১৫.০৯.২০১৫ তারিখ রাতে স্থানীয় থানায় ভগ্নিপতি ব্রজেন্দ্রনাথ ওরফে বাউদিয়ার বিরুদ্ধে এ অভিযোগ এনে স্থানীয় থানায় মামলা দায়ের করেন একই গ্রামের মৃত রাজকান্ত বর্মনের পুত্র মৃনাল চন্দ্র বর্মণ। মামলার বিবরনে জানা গেছে,ভগ্নিপতি ও মৃনাল চন্দ্রের বসত বাড়ী একই গ্রামে হওয়ায় জমি সংক্রান্তসহ নানা কারনে ঝগড়া বিবাদ দীর্ঘদিনের।এরই জের ধরে ব্রজেন্দ্রনাথ দলবল নিয়ে শালক মৃনাল চন্দ্রের বাড়িতে গত ১৪/০৯/২০১৫ ইং তারিখে বসত বাড়ীতে হামলা চালায়। এতে বসত বাড়ী, আসবাবপত্র সহ মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। মৃনাল চন্দ্র এ ব্যাপারে গত ১৫ সেপ্টেম্বর রাতে ব্রজেন্দ্রনাথকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে হাতীবান্ধা থানার ওসি আঃ মতিন প্রধান বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পত্র পাওয়া গেছে, তদন্ত করে এর ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার অভিযুক্ত ব্রজেন্দ্রনাথ ওরফে বাউদিয়া সাংবাদিকদের বলেন , আমার শালক মৃনাল কান্তিকে তার বর্তমান বসত বাড়ীর জমিখানা ক্রয়ের জন্য নগদ টাকা দেয়া হলেও একটি কুচক্রি মহলের ফাঁদে পড়ে উক্ত জমি রেজিষ্ট্রি না দিয়ে উপরোন্ত আমাকে মামলাসহ নানা ভাবে হয়রানী করছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *