Connect with us

দিনাজপুর

হিলিতে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৩

Published

on

handcuffs_163088

হাকিমপুর প্রতিনিধি:  হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ৬০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোররাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃকতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার দিঘিপাড়া গ্রামের আনছারুলের ছেলে মনারুল (২২), একই এলাকার পুঠিমারা গ্রামের সাবেদ আলীর ছেলে আনারুল (৩০) এবং হাকিমপুর উপজেলার বুয়লাদাড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (১৯)।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আতাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে সীমান্তের নওপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে শরীরে ফিটিং অবস্থায় ৬০ বোতল ফেন্সিডিলসহ মনারুল ও আনারুলকে আটক করা হয়। এদিকে বিজিবি ডাঙ্গাপাড়া বিশেষ ক্যাম্পের সদস্যরা একই সময়ে সীমান্তের চেংগ্রাম মাঠ থেকে ১ কেজি গাঁজাসহ মনিরুলকে আটক করেন। পরে আটককৃতদের মালামালসহ হাকিমপুর থানায় সোপর্দ করে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে তিনি জানান।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *