Connect with us

দিনাজপুর

হিলি সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সিসি ক্যামেরাস্থাপন

Published

on

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্ত ঘেঁষা হিলি রেলষ্টেশন থেকে শুরু করে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোষ্ট গেট পর্যন্ত মোট ১৯টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সীমান্তের চোরাচালান নিয়ন্ত্রনে আনতে এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিজিবি’র রংপুর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার হামিদ চৌধুরী স্থলবন্দর গেটের শুন্যরেখায় এসব সিসি ক্যামেরার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। এসময় দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল জাকির হোসেন, জয়পুরহাট ২০ বিজিবি ব্যালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। পরে তিনি হিলি রেলষ্টেশনসহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা গুলো পরিদর্শন করেন। রিজিওনাল কমান্ডার সাংবাদিকেদের বলেন, রেলষ্টেশন থেকে বন্দরের ইমিগ্রেশন চেপোষ্ট গেট এলাকায় চোরাকারবারী ও অবৈধ্য অনুপ্রবেশ কারীদের আনা-গোনা বেশি থাকে। এসব এলাকা গুলোতে নজরদারী বাড়াতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এতে সীমান্তের চোরাচালান নিয়ন্ত্রনে আনা আরো সহজ হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *