Connect with us

দিনাজপুর

হিলি স্থলবন্দর দিয়ে টানা ৯ দিন আমদানি রফতানি বন্ধ

Published

on

hili

রাসেল হাসান, হিলি প্রতিনিধি: মুসলমান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদুল ফিতুর উদযাপন উপলক্ষ্যে টানা ৯ দিন হিলিস্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পন্য আমদানি রফতানি বানিজ্য কার্যক্রমসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মাঝে যাত্রি পারাপার যথারিতী চালু থাকবে।
আগামী ১ জুলাই শুক্রবার থেকে ৯ জুলাই শনিবার পর্যন্ত টানা ৯ দিন আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১০ জুলাই রোববার পুনরায় বন্দর দিয়ে দু-দেশের মাঝে পন্য আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু হবে।
বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এসোসিয়েশনের এক বৈঠকে আসন্ন পবিত্র ঈদুল ফিতুর উদযাপন উপলক্ষ্যে ঘোষনাকৃত সরকারী ছুটি অনুযায়ি হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে ১ জুলাই শুক্রবার থেকে ৯ জুলাই শনিবার পর্যন্ত টানা ৯ দিন পন্য আমদানি রফতানি বানিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে। সে মোতাবেক এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি ভারতীয় পন্য রফতানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং হিলিস্থলবন্দরের আমদানি রফতানিকারক, সিএন্ডএফ এজেন্ট, বন্দর, কাষ্টমস, ব্যাংকসহ বন্দর সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে। পত্রে আগামী ১০ জুলাই রোববার থেকে বন্দর দিয়ে পুনরায় দু-দেশের মাঝে পন্য আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু হবে বলে জানানো হয়েছে।
হিলি স্থলবন্দর শুল্কষ্টেশন কতৃপক্ষ জানান, ঈদুল ফিতুর উপলক্ষ্যে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ থাকবে সে কারনে কাস্টমসে আমদানিকৃত পন্যের বিলঅবএন্ট্রি সাবমিট, পন্যের পরিক্ষন, শুল্কায়ন, পন্যডেলিভারী দেওয়াসহ হিলি শুল্কষ্টেশনের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টে যাত্রি পারাপার স্বাভাবিক রাখতে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট গেটে কাষ্টমসের অপর একটি বিভাগ খোলা থাকবে।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্টান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ বিষয়ক কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, ঈদুল ফিতুর উপলক্ষ্যে ১ জুলাই শুক্রবার থেকে ৯ জুলাই শনিবার পর্যন্ত বন্দরের আমদানি রফতানি বন্ধের ঘোষনা দিয়েছেন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন। সে মোতাবেক ওই দিন থেকে বন্দরের ভেতরে পন্য ওঠানো, নামানো, পন্যডেলিভারী দেওয়া বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে এর মাঝেও যদি কোন আমদানিকারকের আমদানি করা পন্য বন্দরের ভেতরে আটকা পরে শুধুমাত্র সেসব পন্য ডেলিভারী দিতে ১ জুলাই শুক্রবার বন্দরের ভেতরের কার্যক্রম খোলা রাখা হতে পারে। আগামী ১০জুলাই রোববার থেকে বন্দরের সকল কার্যক্রম আবারও স্বাভাবিক গতিতে চালু হবে বলে তিনি জানান।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, ঈদুল ফিতুর উপলক্ষ্যে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টে যাত্রি পারাপার চালু থাকবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *