Connect with us

চট্টগ্রাম বিভাগ

হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত

Published

on

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উজ্জ্বল স্পোর্টিং ক্লাব। রানার আপ হয় লাকসাম আবু উবায়দা স্পোটিং ক্লাব।

রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক রিয়াল তালুকদার এর সঞ্চালনায় হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি টুর্নামেন্টের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, যে কোনো জাতির উন্নতি, অগ্রগতির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঐ জাতির তরুণ সমাজ। অথচ আমাদের তরুণ সমাজ মাদক, জঙ্গিবাদী আদর্শ, অপরাজনীতি, ডিভাইস আসক্তিসহ বিভিন্নভাবে বিপথে পরিচালিত হচ্ছে, স্বার্থবাদী অপরাজনীতির হাতিয়ার হয়ে নিজেদের জীবন হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এ সকল ষড়যন্ত্রের হাত থেকে যদি জাতিকে রক্ষা করতে হয় তাহলে তরুণদের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের শরীর ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই আমাদের তরুণ সমাজকে যাবতীয় ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে, তাদের মধ্যে গতিশীলতা, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে সুস্থ জাতি গঠনের লক্ষ্যে এই কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে । এর মাধ্যমে আমাদের জাতীয় খেলা কাবাডির ব্যাপারে তরুণরা উৎসাহিত হবে, তরুণ সমাজ মাদক, ইভটিজিং, অপরাজনীতি থেকে বিরত থাকবে। তবে খেলাধুলায় যেন অসুস্থ প্রতিযোগিতা, রেষারেষি না থাকে, সকলের প্রতি সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান হেযবুত তওহীদের এই নেতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তওহীদ কাবাডি দলের চেয়ারম্যান এসএম সামছুল হুদা, ইলদ্রিম মিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন, তিতাস গ্যাস লিমিটেডের প্রাক্তন উপ মহাব্যবস্থাপক আয়শা সিদ্দিকা, টুর্নামেন্ট আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন, চাষীরাট উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. মহিউদ্দিন, আওয়ামী লীগ নেতা মেহরাব হোসেন ভুট্টু, আবুল কাশেম মেম্বার, শাহাদাত হোসেন রাসেল, আলমগীর হোসেন মেম্বার প্রমুখ।

৯ নভেম্বর ৩২ টি দলের অংশগ্রহণে হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ দেড় মাস যাবৎ সুশৃংখলভাবে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে তৃতীয় স্থান অধিকার করেন মেকদাদ এন্ড মেহরাদ স্পোর্টিং ক্লাব।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উজ্জ্বল স্পোর্টিং ক্লাব। রানার আপ হয় লাকসাম আবু উবায়দা স্পোটিং ক্লাব।

খেলা শেষে খেলা পরিচালনা পরিষদের সদস্যদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান, সেরা রেডার, সেরা ডিফেনডার, ম্যান অফ দ্যা ম্যাচ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

দীর্ঘ দেড় মাস ধরে চলমান টুর্নামেন্টে ৬৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিটি খেলা অত্যন্ত সুশৃংখল ও শান্তিপূর্ণ উপায়ে সমাপ্ত হওয়ায় অনুষ্ঠানে আগত অতিথি ও ক্রিয়া প্রেমী দর্শকগণ সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, যুবসমাজকে মাদক, সন্ত্রাস, অপরাজনীতি ইত্যাদি থেকে মুক্ত রেখে একটি আলোকিত ও সুস্থ জীবন উপহার দেওয়ার জন্য নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রতিবছরই ফুটবল, কাবাডি, ব্যাটমিন্টনসহ বিভিন্ন ধরনের দেশীয় টুর্নামেন্টের আয়োজন করে আসছেন তিনি। এরই অংশ হিসেবে তাঁর নিজ এলাকা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামে ‘হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি টুর্নামেন্ট -২০২৩’ এর আয়োজন করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *