Connect with us

খেলাধুলা

হ্যামিল্টনে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হাড়িয়েছে ভাড়ত

Published

on

  স্পোর্টসডেস্ক:   আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে ভারত।  আইরিশদের দেয়া ২৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার ধাওয়ানের ঝড়ো সেঞ্চুরি ও রোহিত শর্মার ৬৪ রানের ওপর ভর করে ৩৬.৫ ওভারে মাত্র ২ উইকেট খুইয়ে ম্যাচ জিতে নেয় তারা।   এ দু’জন মিলে ওপেনিং জুটিতে দলকে এনে দেন ১৭৩ রান। পরবর্তীতে কোহলি ও রাহানে আর কোনো উইকেট না হারিয়েই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।  আয়ার‍ল্যান্ডের থম্পসন একাই ভারতের দু’টি উইকেট দখল করেন।   শিখর ধাওয়ার ৮৫ বলে অসাধারণ সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

এর আগে, বিশ্বকাপের পুল ‘বি’-তে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ড। হ্যামিলটনে টস জিতে ব্যাট করে টিম ইন্ডিয়ার বিপক্ষে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে আয়ারল্যান্ড ২৫৯ রান সংগ্রহ করে।

সিডন পার্ক স্টেডিয়ামে প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে আসরের চমক আইরিশরা। পল স্টারলিং ও অধিনায়ক পোর্টারফিল্ডের ওপেনিং জুটিতে আসে গুরুত্বপুর্ণ ৮৯ রান। তবে ব্যক্তিগত ৪২ রানে স্টারলিং সাজঘরে ফিরলে দলীয় স্কোরে ৩ রান যোগ হতেই তাকে অনুসরণ করেন আগের দিনের সেঞ্চুরিয়ান জয়সে।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক পোর্টারফিল্ড ও নায়লো ব্রায়েন। আউট হওয়ার আগে ক্যরিয়ারের ১১তম ফিফটি তুলে নেন পোর্টারফিল্ড। ব্রায়েন তুলে নেন ক্যারিয়ারের ১৪তম ফিফটি। তবে এরপর ব্যাট হাতে আর কেউ হাল ধরতে পারেনি আয়ারল্যান্ডের হয়ে। শেষ দিকে মাত্র ৫৩ রান তুলতেই ৭ উইকেট হারালে ৪৯ ওভারে ২৫৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ভারতের পক্ষে শামি ৩টি ও অশ্বিন ২ উইকেট লাভ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *