Connect with us

দেশজুড়ে

২০১৯ সালের আগে এ দেশে কোন জাতীয় নির্বাচন হবে না-বগুড়ার গাবতলীতে স্বাস্থ্যমন্ত্রী

Published

on

Bogra Nasim pic - 10-03-15জেলা প্রতিনিধি, বগুড়া:
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের আগে এ দেশে কোন জাতীয় নির্বাচন হবে না। সেজন্য বেগম খালেদা জিয়াকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, ২০০৫ সালে শেখ হাসিনা খালেদা জিয়াকে ৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব ছেড়ে দিয়ে মন্ত্রণালয় নির্বাচনের আহ্বান জানালেও খালেদা জিয়া জামায়াতকে নিয়ে অবরোধ-হরতাল, জ্বালাও-পোড়াও, মানুষ খুনের পথ বেছে নিলেন। তিনি বলেন, ২০১৯ সালের আগে নির্বাচনের প্রশ্নই ওঠে না। যতই যড়যন্ত্র হোক না কেন কোন অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আসতে দেয়া হবে না এবং খালেদার জিয়ার সাথে কোন সংলাপ হবে না। ৪ বছর পর ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে। সে সময় যদি বিএনপি আসে তাতে আমাদের দুঃখ নেই। ২০ দল অবরোধ হরতাল ডাকলেও বগুড়াসহ সারা দেশের মানুষ তা প্রত্যাখান করেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে ডিজিটাল উন্নয়ন হচ্ছে সে উন্নয়নে সকলকে অংশ নেয়ার আহ্বান জানান। বিএনপি জামায়াত জোটের দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, পেট্রোলবোমা হামলা, অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে গত ১০ মার্চ মঙ্গলবার বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা আ’লীগ আয়োজিত জনসভায় স্বাস্থ্যমন্ত্রী উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। গাবতলী উপজেলা আ’লীগের সভাপতি এ এইচ আজম খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সভাপতি দিলিপ বড়–য়া, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *