Connect with us

বিনোদন

২২ মে ‘অচেনা হৃদয়’

Published

on

বিনোদন ডেস্ক:
ইমন, প্রসূন আজাদ ও এবিএম সুমনের অভিনয়ে এস আই খানের পরিচালনায় ‘অচেনা হৃদয়’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২২ মে। ছবিটি গত ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে তা পিছিয়ে গিয়েছিল। ২ অক্টোবর সেন্সরবোর্ডের আনকাট ছাড়পত্র পেয়েছে  চলচ্চিত্রটি। পরিচালক এস আই খান বলেন, ‘এ পর্যন্ত আমরা ১২টি প্রেক্ষাগৃহ নিশ্চিত করেছি। আমাদের টার্গেট আছে ৩০-৩৫টি হলে ছবিটি মুক্তি দেওয়ার। এরপর দর্শক উপস্থিতি বুঝে আমরা সিদ্ধান্ত নিব।’ তিনি আরও জানান, ছবিটি দেশের বাহিরেও মুক্তি পাবে। জুনের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়ায় ছবিটি মুক্তি পাবে। ছবির গল্পে দেখা যাবে, ইমন আর প্রসূন আজাদ একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। একই বিশ্ববিদ্যালয়ে সুমনও পড়াশোনা করে। সুমন থাকে ক্যাডার টাইপের। সুমন প্রসূনকে পছন্দ করে। কিন্তু কখনও বলতে পারে না। পড়াশোনার বিষয়ে যতটুকু কথাবার্তা হয় এর বাইরে তাদের মধ্যে আর কোন ধরনের কথা হয় না। ঘটনাক্রমে একদিন তুমুল মারামারি চলার সময়ে প্রসূনের সঙ্গে সুমনের চোখাচোখি হয়। এ দৃশ্য দেখে সুমনের প্রতি প্রসূনের এক ধরনের ঘৃণা জন্মায়। এভাবেই চলতে থাকে বিভিন্ন ঘটনা। ঘটনার আবর্তে আরও অনেক ঘটনার জন্ম নেয়। পাঠক এখন এর বেশি বলা যাবে না। বাকীটা দেখতে হলে চোখ রাখতে হবে প্রেক্ষাগৃহের পর্দায়। এ ছবিতে প্রসূন আজাদের সঙ্গে ইমনের পাশাপাশি রয়েছেন এবিএম সুমন। এছাড়া খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন টাইগার রবি। ‘অচেনা হৃদয়’র একটি আইটেম গানে দেখা যাবে সাদিয়া আফরিনকে। রোমান্টিক ও মেলোডি ধাঁচের মোট ৭টি গান রয়েছে চলচ্চিত্রটিতে। গানগুলোর কথা লিখেছেন ওয়াহিদ বাবু ও পিন্টু ঘোষ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন বেলাল খান ও পিন্টু ঘোষ। কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, নওমী, সুকন্যা, শামীম ও ইভা। এনায়েত আকবর মিলনের প্রযোজনায় ফিল্ম লাইফ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির কাহিনী লিখেছেন মাসুদ হাসান ও অঞ্জন সরকার জিমি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *