Connect with us

ঢাকা বিভাগ

২৭ বছর পর স্ত্রী হত্যা মামলার রায়: স্বামীর ১৪ বছরের কারাদন্ড

Published

on

সালথা (ফরিদপুর) প্রতিনিধি , আবু নাসের হুসাইন :
ফরিদপুরে স্ত্রী হত্যা মামলার ২৭ বছর পর আদালতের রায়। স্বামীর ১৪ বছরের কারাদন্ড। জেলার সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের মৃত ইউসুফ বিশ্বাসের ছেলে মোশাররফ বিশ্বাস শারীরিক নির্যাতনের পর বিষ দিয়ে স্ত্রী হুরিয়া বেগমকে হত্যা করার অভিযোগে সোমবার ফরিদপুর জেলা জজ আদালত এ রায় দেন।

এ ব্যাপারে নিহত হুরিয়া বেগমের ভাই ও মামলার একমাত্র জীবিত স্বাক্ষী উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত আব্দুল বারী মিয়ার ছেলে শওকত মিয়া বলেন, ২৭ বছর আগে পরকিয়ায় বাঁধা দেওয়ায় আসামী মোশাররফ বিশ্বাস নিজ বাড়ীতে আমার সামনে আমার বোন হুরিয়া বেগমকে নির্মমভাবে মারধর করে। এক পর্যায়ে আহত হুরিয়া পানি পান করতে চাইলে মোশাররফ তাকে বিষমিশ্রিত পানি সেবনে বাধ্য করে। এতে তার তাৎক্ষণিকভাবে মৃত্য হয়। এ ঘটনায় আমার বাবা বাদী হয়ে অভিযুক্ত মোশাররফসহ ৫ জনকে আসামী করে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত ২৭ বছর পর এ মামলার রায়ে মোশাররফকে ১৪ বছরের কারাদন্ড দেন। অপর ৪ আসামীকে বেকসুর খালাস দেন।

রায়ের প্রতিক্রিয়ায় শওকত মিয়া বলেন, মামলার বাদী ও অপর ৫ স্বাক্ষী ইতিমধ্যে মারা গেছেন। এ মামলার একমাত্র স্বাক্ষী আমিই বেঁচে আছি। দীর্ঘ প্রতিক্ষার পর এ রায় শুনে আমাদের পরিবারে মধ্যে আনন্দ বইছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *