Connect with us

আন্তর্জাতিক

৩৫০ বছরে কনিষ্ঠতম এমপি

Published

on

500আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটিশ পার্লামেন্টের সবচেয়ে কম বয়সী এমপি নির্বাচিত হয়েছেন মাইরি ব্ল্যাক। তার বয়স মাত্র ২০ বছর। ১৬৬৭ সালের পর ব্রিটেনের ইতিহাসে এত কম বয়সে এ পর্যন্ত আর কেউ এমপি নির্বাচিত হননি। ওই বছর মাত্র ১৩ বছর বয়সে ক্রিস্টোফার মংক আলবিমার্লের দ্বিতীয় ডিউক নির্বাচিত হয়েছিলেন। মাইরি ব্ল্যাক স্কটল্যান্ড থেকে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। লেবার পার্টির অন্যতম নেতা ও সাবেক ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডগলাস আলেক্সান্ডারকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। এর ফলে ৭০ বছর পর লেবার পার্টি তাদের এ আসনটি হারালো। এখনও গ্লাসগো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন মাইলি। সামনেই তার সমাপনী পরীক্ষা। মাইলির নির্বাচনী প্রচারণার ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তার বাবা অ্যালান। ফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাইলি তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘স্কটল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি যা-ই হোক না কেন আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করব।’

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *