কাহালু’র মাগুড়া এম ইউ আলিম মাদ্রাসায় সংস্কৃতিক উনুষ্ঠান
ইমরান হোসেন, বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া এম ইউ আলিম মাদ্রাসায় আজ বৃহস্পতিবার বার্ষিক সাংস্কৃতিক উনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত উনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নিরবাহী আফিসার মোছাঃ তছলিমা খাতুন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মকবুল হোসেন। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের সভাপতি জাসদ নেতা ছরোয়ার হোসেন ম্যানিজিং কমেটির সদস্য ডা. আব্দুর রহমান, ইকবাল হোসেন, আওলাদ হোসেনসহ আরো অনেকে। এবং উক্ত প্রতিষঠানটি কাহালু উপজেলার মধ্য রেজাল্ট এর দিক থেকে এগিয়ে। উনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা তাদের অভিনয় গান, ইসলামি সংগীত, সূরা, হাম,নাথ, কবিতা,নাটিকা, আবৃতি দ্বারা উনুষ্ঠান মাতিয়ে তোলেন। সাংস্কৃতিক উনুষ্ঠান শেষে গতকাল বুধবার অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে উনুষ্ঠানের সমাপ্তি ঘটে।