Connect with us

খেলাধুলা

মরিনহো চেলসি ছাড়ছেন না

Published

on

স্পোর্টস ডেস্ক:
চেলসি কোচ হোসে মরিনহো জানিয়েছেন, ক্লাব এবং ক্লাবের সমর্থকরা যেনো তাকে হারানোর ব্যাপারে কোনো চিন্তা না করে। পাশাপাশি তিনি জানান, রোমান আব্রামোভিচ তাকে যতোদিন চাইবেন ততোদিন তিনি চেলসিতে থাকবেন। চলতি মাসের শুরুতে প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পর হোসে মরিনহোর সঙ্গে চেলসি নতুন চুক্তিতে আবদ্ধ হয় বলে সংবাদমাধ্যমে খবর বের হয়। ব্ল“সদের দায়িত্ব গ্রহণ করার দ্বিতীয় বছরে স্ট্যামফোর্ড ব্রিজের দলটিকে শিরোপা উপহার দেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। মরিনহো যদিও লন্ডনে দীর্ঘ সময় ধরে থাকতে আগ্রহী তথাপি ক্লাবটির ধনুকবের মালিক রোমান আব্রামোভিচ ভবিষ্যতে তাকে (মরিনহো) নিয়ে কী ভাবনা ভাবেন সেটা নিয়ে নিশ্চিত নন। গোল ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে হোসে মরিনহো বলেন, ‘ইন্টারে থাকতে ইচ্ছে হয়নি বলে আমি ইতালি ছেড়েছি। রিয়াল মাদ্রিদে থাকতে চাইনি বলেই রিয়াল ছেড়েছি। তবে আমি এখানে থাকতে চাই কিন্তু আমার থাকা না থাকা নির্ভর করে আব্রমোভিচের ওপর।’ চেলসি ছেড়ে যে আপাতত কোথাও যাচ্ছেন না সেটিও সাফ জানিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। তিনি বলেন, ‘তার (আব্রামোভিচ) কোনো চাপ নেই, এখনই যে আমার সঙ্গে নতুন চুক্তি করতে হবে আমি সেটিও বলছি না। আমি অনেক বেশি অর্থও দাবি করছি না। বিভিন্ন ক্লাব আমার দরজায় কড়া নাড়ছে সেটি নিয়েও চিন্তিত থাকতে হবে না তাকে। কোনো বিষয় নিয়েই তাকে চিন্তা করতে হবে না।’ ‘যখন তিনি (আব্রামোভিচ) আমাকে চেয়েছেন, আমি এখানে এসেছি। যখন আমাকে আর দরকার হবে না তখন চলে যাবো। ব্যাপারটা তার জন্য যেমন সহজ ঠিক তেমনটি আমার জন্যও সহজ’- যোগ করেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *