Connect with us

জাতীয়

অসাধ্য সাধনে আত্মপ্রত্যয়ী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

Published

on

pmবাংলাদেশ আজ যেকোনো অসাধ্য সাধনে আত্মপ্রত্যয়ী ও সংকল্পবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাস্তব বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। রোববার দুপুরে রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট-২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হবে। বাংলাদেশে ৩০টি অর্থনৈতিক অঞ্চল তৈরির চেষ্টা চলছে। এর জন্য জায়গা নির্ধারণও হয়ে গেছে। এখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগের ক্ষেত্রে খানিকটা সীমাবদ্ধতা থাকলেও দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা পেলে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র সম্প্রসারিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাস্তব বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়নের জন্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। এ ক্ষেত্রে সর্বোচ্চ মুনাফাই সরকারের কাম্য।  এ ছাড়া ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বিনিয়োগকারীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন-অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বোর্ড অব ইনভেস্টমেন্টের ভাইস চেয়ারম্যান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ, মেঘালয়ের মুখ্যমন্ত্রী ড. মুকুল সাংমা এবং ভারতের আদানী গ্রুপের চেয়ারমান গৌতম আদানী। বাসস।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *